তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

আদমদীঘির কুন্দগ্রামে অবৈধ বালু উত্তোলকারিদের বিরুদ্ধে অভিযান

আদমদীঘির কুন্দগ্রামে অবৈধ বালু উত্তোলকারিদের বিরুদ্ধে অভিযান
[ভালুকা ডট কম : ৩০ এপ্রিল]
বগুড়ার আদমদীঘির কুন্দগ্রাম এলাকায় নাগরনদে অবৈধ ভাবে বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমান প্রায় ঘন্টাব্যাপি এই অভিযান পরিচালনা করেন। অভিযানে পুলিশ নিয়োজিত ছিল।

আদমদীঘির কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়ন এলাকায় দীর্ঘদিন যাবত এক শ্রেনীর বালুদস্যু নাগর নদের তলদেশ থেকে শ্রমিক লাগিয়ে ও শ্যালো মেশিন চালিত ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদের বাঁধে ফাটলসহ ওই এলাকার কয়েকটি গ্রাম ও শতশত একর আবাদি জমি হুমকির মুখে পড়ে। খবরটি জানার পর সোমবার দুপুরে কুন্দগ্রাম এলাকার কয়েকটি পয়েন্টের অবৈধ বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে ভ্রাম্যমান অভিযান চালান।

পালংকুুড়ি কালিতলা ঘোন নামকস্থানে অভিযান চালালে বালদস্যু রাজা ও আব্দুর রশিদসহ তার সহযোগীরা পালিয়ে গেলেও তাদের ফেলে রাখা শ্যালো চালিত ড্রেজার মেশিন কোদাল, প্লাষ্টিকের পাইপসহ অন্যান্য যন্ত্রপাতি গুলোতে অগ্নিসংযোগে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই