তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা

গৌরীপুরে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা
[ভালুকা ডট কম : ১৩ মে]
গৌরীপুর উপজেলা ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ওয়াজ মাহফিল শনিবার (১২ মে) গৌরীপুর পৌরসভার নতুন ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

গৌরীপুর ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব হাফেজ হযরত মাওলানা মুস্তাকীমের সভাপতিত্বে ওইদিন বাদ যোহর হতে মধ্যরাত পর্যন্ত এ আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন কওমী সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব আল্লামা ইয়াহ্ইয়া মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক হযরত মাওলানা রফিকুল ইসলাম, সহভাপতি হাফেজ হযরত মাওলানা আব্দুল হালিম, হয়রত মাওলানা আব্দুল হান্নান, বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শামছুল হক, মাদরাসাতুল মদীনাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবুল বাশার, ইত্তেফাকুল উলামা উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুফতি নাজিম উদ্দিন, সাব রেজিস্টার জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আবু জিনাদ, মাদরাসাই নূরুল উলূম নূরপুরের ভারপ্রাপ্ত মুহতামিম হযরত মাওলানা ফরিদ আহমাদ-

রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ হযরত মাওলানা জুনাইদ আহমাদ, কালিপুর মধ্যম তরফ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আইন উদ্দিন, ডেল্টা মিলার্স জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ, কিল্লা বোকাইনগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা ছায়ীদুল হক, নতুন বাজার জামে মসজিদের খতিব হাফেজ হযরত মাওলানা নুরুল্লাহ, মসজিদে নামেরার খতিব হযরত মাওলানা আইয়ূব আলী নুরানী, মদীনাতুল উলুম মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মাহফুজুর রহমান, আর.কে সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মৌলভী ফয়জুর রহমান, মার্কাস মসজিদের খতিব মাওলানা মুফতী আবু তাহের, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ হযরত মাওলানা আতহার আলী, মসজিদুন নূর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা, ভালুকা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ, টেকনিক্যাল স্কুল ও কলেজ জামে মসজিদের খতিব মাওলানা মাঈন উদ্দিন, গাউছুল আজম জামে মসজিদের ইমাম হাফেজ আবু সাঈদ, পূর্ব ভালুকা জামে মসজিদের খতিব ক্বারী নূরুল ইসলাম প্রমুখ। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ধর্ম বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই