তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

শার্শায় প্রতিবন্ধীদের প্রাথমিক বিদ্যালয় ও থেরাপি সেন্টারের উদ্বোধন

শার্শায় প্রতিবন্ধীদের প্রাথমিক বিদ্যালয় ও থেরাপি সেন্টারের উদ্বোধন
[ভালুকা ডট কম : ০২ জুন]
শনিবার সকালে ১০নং শার্শা সদর ইউনিয়ন পরিষদ চত্তরে প্রতিবন্ধীদের জন্য প্রাথমিক বিদ্যালয় ও থেরাপি সেন্টারের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন ।তিনি বলেন, আমাদের মত সকল সুযোগ- সুবিধা পাওয়ার অধিকার রয়েছে প্রতিবন্দ্বিদের। তারাও আমাদের মত মানুষ, তারা আমাদের ভাই বোন স্বজন অথবা নিকট আত্মীয়।

আমাদের যেমন সমাজে অধিকার রয়েছে, তাদেরও রয়েছে। বর্তমান সরকার প্রতিবন্দ্বিদের সামাজিক, অর্থনেতিক, শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করছেন। যার সুফল ইতিমধ্যে পেতে শুরু করেছে তারা। প্রতিটা উপজেলা তাদেও জন্য খোলা হচ্ছে প্রাথমিক বিধ্যালয় ও থেরাপি সেন্টার। দেশের জনগন জানেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অটিজমের পরে কাজ শুরু করেছেন। যা বিশ্ব দরবারে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

উপজেলা প্রতিবন্দ্বি কল্যান সংস্থার সভাপতি আবু বক্করের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, জেলা সমাজ সেবা উপ-পরিচালক অসিত কুমার শাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ সালেহ আহমেদ মিন্টু, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, ১০নং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহারাব হোসেন, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোরাদ হোসেন, যুবলীগ নেতা আজাদ, আনার হোসেন, মুক্তার হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সরদার, বাস্তহারা লীগ নেতা আবুল হোসেন, ইউপি সদস্য নাছিম রেজা, আব্দুল খালেক, মমিনুর রহমান, শিরিনা খাতুন প্রমুখ।এর আগে প্রতিবন্ধীদের জন্য প্রাথমিক বিদ্যালয় ও থেরাপি সেন্টারের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই