তারিখ : ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

শিশুর পেটে ব্যথা ও করণীয়

শিশুর পেটে ব্যথা ও করণীয়
[ভালুকা ডট কম : ০৭ জুন]
শিশুর পেট ব্যথা একটি বহুল প্রচলিত রোগ। ইংরাজিতে একে "Infentile colic" বলে। এমন কোন অভিভাবক পাওয়া যাবেনা যিনি এ রোগের নাম শুনেননি। শতকরা পঁচিশ থেকে চল্লিশ ভাগ শিশুর এ সমস্যা হয়ে থাকে। শিশুর পেটে ব্যথা হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে। একটি শিশুর দৈনিক তিন ঘণ্টা, সপ্তাহের তিনদিন ও পরপর তিন সপ্তাহব্যাপী কোন প্যাথলজিকাল ব্যাখ্যা ছাড়া কান্নাকাটি করে তাহলে তাকে ইনফেনটাইল কলিক বলে ধরে নেওয়া হয়। জন্মের তিন মাস পর্যন্ত শিশুর গ্যাসের সমস্যা খুবই স্বাভাবিক কারণ এ সময় বাচ্চার পরিপাকতন্ত্র ধীরে ধীরে সুগঠিত হয়। ৬-১২ মাস পর্যন্তও এটা স্বাভাবিক।

শিশুর পেটে ব্যথার কারণ:
-স্তনে শিশুর অবস্থান ও সংস্থাপন ভুল হলে।
-শিশুকে গরুর দুধ খাওয়ালে।
-শিশুকে খুব দ্রুত খাওয়ানো।
-শিশুকে খুব আস্তে খাওয়ানো।
-বোতলের দুধে ফেনা থাকলে।
-নির্দিষ্ট কোন প্রোটিন এর কারণে।
-কিছু কিছু খাবারের কারণে।
-কৃত্রিম জুস খাওয়ার কারণে।
-শিশু পর্যাপ্ত পানি না খাওয়া।
-শিশু অতিরিক্ত কান্নার কারণে।

লক্ষন:
চেহারা লাল হয়ে যাওয়া।
শিশু কান্নাকাটি করা।
খাওয়ার পর মোচড়ানো।
হাত মুষ্টিবদ্ধ করে রাখা।
শিশুর ঘুম কমে যাওয়া।
পা ভাঁজ করে পেটের কাছে নিয়ে আসা ইত্যাদি।

করণীয় :
বোতলের দুধ পরিহার।
গরুর দুধ না খাওয়ানো।
খাওয়ানোর সময় শিশুর অবস্থান ও সংস্থাপন ঠিক রাখা।
শিশুকে সময়মত খাওয়ানো।
শিশুকে শান্ত পরিবেশে খাওয়ানো।
শিশুকে খাওয়ার পর ঢেঁকুর তুলুন।
শিশুকে চিৎ করে শোয়ানো।
শিশুর পেটে মাসাজ করুন।
কখনো কখনো সিমিথিকন জাতীয় ওষুধে কিছুটা উপকারী।
যদি বাচ্চার এ সমস্যার সাথে অন্যান্য আরও কিছু লক্ষন দেখা যায়, যেমন- বমি, ডায়রিয়া বা জ্বর তবে দ্রুত ডাক্তারকে জানান। এগুলো বাচ্চার ফুড অ্যালার্জি, স্টোমাক ফ্লু বা GERD এর লক্ষন হতে পারে।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নারী ও শিশু বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই