তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে সংবাদপত্র এজেন্ট,পত্রিকা বিক্রেতা ও সংবাদকর্মীদের মানববন্ধন

গফরগাঁওয়ে সংবাদপত্র এজেন্ট,পত্রিকা বিক্রেতা ও সংবাদকর্মীদের মানববন্ধন
[ভালুকা ডট কম : ১১ জুন]
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সংবাদপত্র এজেন্ট, পত্রিকা বিক্রেতা ও স্থানীয় সাংবাদিকদের আসামী করে রেলওয়ে জিআরপি পুলিশের মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা প্রতাহারের দাবীতে সোমবার সকালে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গফরগাঁও বাজার ব্যবসায়ী সমিতি. গফরগাঁও প্রেসক্লাব ও উপজেলার সংবাদপত্র হকারদের ব্যানারে গফরগাঁও প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনে কয়েক’শ ব্যবসায়ী, উপজেলায় কর্মরত সাংবাদিক এবং পত্রিকা বিক্রেতারা অংশ নেয়।

মানবববন্ধন চলাকালে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাবেক সভাপতি ফকির এ মতিন, মো: আতিকুল্লাহ, শফিকুল কাদির, রফিকুল ইসলাম খান, সাবেক সাধারন সম্পাদক রোবেল মাহমুদ, নাজমুল হক বিপ্লব, শেখ আব্দুল আওয়াল, শফিউল আলম মারুফ, আব্দুছ ছালাম সবুজ, সাংবাদিক আজিম উদ্দিন মাস্টার, এম কামরুজ্জামান লিটন, এইচ কবীর টিটো, গফরগাঁও বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক মেহেদি হাসান বাবুল, কামরুল ইসলাম, ব্যবসায়ী তোফায়েল আহম্মেদ ,পত্রিকা বিক্রেতা বাবুল হোসেন, আব্দুল করিম, উপজেলা হিন্দু ,বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু চিত্তরঞ্জন ঘোষ প্রমুখ।

এদিকে সংবাদপত্র এজেন্ট  ও সংবাদপত্র বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের ও অজ্ঞাতনামা আসামী হিসেবে অন্য সংবাদপত্র বিক্রেতাদের জিআরপি পুলিশের গ্রেফতারের হুমকির কারনে গত দুইদিন যাবত গফরগাঁও উপজেলায় সংবাদপত্র বিক্রি বন্ধ রয়েছে।

উল্লেখ্য গত বুধবার বিকালে গফরগাঁও রেলওয় স্টেশনে অবস্থিত রেলওয়ে বুকস্টলের মালিক ও সংবাদপত্র এজেন্ট রুকন উদ্দিন সবুরকে দুই দফা মারধর করে পুলিশ। পরে উত্তেজিত সংবাদপত্র বিক্রেতা ও স্থানীয় ব্যবসায়ী জিআরপি ফাঁড়ি ঘেরাও করে এ সময় কবির নামে এক হকার পুলিশ সদস্য রঞ্জু মিয়াকে রক্তাক্ত জখম করে। এ মামলায় গফরগাঁওয়ে কর্মরত দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আতাউর রহমান মিন্টু ও যুগান্তর প্রতিনিধি তফাজ্জাল হোসেনকে আসামি করা হয়েছে। গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রকাশে টিকিট কালোবাজারি,ছিনতাই, পকেটমার এবং চলন্ত ট্রেন থেকে ফেলে যাত্রী হত্যা করা হয়। এসবের বিরুদ্ধে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের আসামি করা হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

মিডিয়া বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই