তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে বকেয়া পরিশোধ না করায় ব্যক্তিকে মারধর

গৌরীপুরে ১ হাজার টাকা বকেয়া পরিশোধ না করায় এক ব্যক্তিকে মারধর
[ভালুকা ডট কম : ১৯ জুন]
মাত্র ১ হাজার টাকা বকেয়া পরিশোধ না করায় রমজান (৩৬) নামে স্থানীয় ক্ষুদ্র মাছ ব্যবসায়ী ইটচাপা দিয়ে ও বেধরক পিঠিয়ে আহত করার অভিযোগ ওঠেছে রূপক হ্যাচারীর মালিক সোহেল মিয়ার (৩২) বিরুদ্ধে। সোমবার (১৮ জুন) সন্ধ্যা ৬ টার দিকে গৌরীপুর উপজেলার শিবপুর গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। আহত রমজান গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রমজান জানান উল্লেখিত শিবপুর গ্রামের রূপক ম্যৎস্য হাচারীর মালিক সোহেল মিয়ার নিকট থেকে ঈদের ৪ দিন আগে ১৬ হাজার টাকার পাবদা মাছের পোনা ক্রয় করে তিনি ওইদিনই ১৫ হাজার টাকা পরিশোধ করেন। উক্ত মাছ বিক্রি করে লোকসান হওয়ায় বাকী ১ হাজার টাকা যথাসময়ে পরিশোধ করতে পারেননি। বকেয়া টাকা পরিশোধ না করায় ঘটনার দিন সন্ধ্যায় শিবপুর বাজার সংলগ্ন এলাকায় রমজানকে ডেকে নিয়ে সোহেল মিয়ার নেতৃত্বে ৫ জন তাকে বেধরক মারধর করে। এক পর্যায়ে তাকে বুকের ওপর ইট দিয়ে চাপা দেয়া হয়। এতে গুরুতর আহত রমজানকে ওইদিন রাতে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেন রূপক মৎস্য হ্যাচারীর মালিক সোহেল মিয়া। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই