বিস্তারিত বিষয়
নওগাঁয় আমের বাজারে চরম দরপতন,দিশেহারা আমচাষীরা
নওগাঁয় আমের বাজারে চরম দরপতন,দিশেহারা আমচাষীরা
[ভালুকা ডট কম : ২৪ জুন]
সাপাহারের আমিনুল ইসলাম। তিনি একজন আম বাগান মালিক। গত বছরে আমের মূল্য ভালো পাওয়ায় এ বছর আবার কয়েকটি আম বাগান লিজ নিয়ে আম চাষ করেছেন। তিনি চাকুরী ছেড়ে আম বাগান করেছেন গত ৭বছর ধরে। প্রতি বছরের মতো এ বছরও তার ৭ বিঘা জমিতে আমের বাগান রয়েছে। তিনি বিভিন্ন দোকানে বাকীতে সার, কিটনাশক ও ঋন নিয়েছেন। কিন্তু হঠাৎ করে আমের বাজারের যে অবস্থা লাভ তো দুরের কথা দোকানের বাকী ও ঋন পরিশোধ হবে না। এ দুঃচিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এ রকম শত শত কৃষকের একই অবস্থা। তিনি আরো বলেন অনেক আম চাষীরা টাকা পরিশোধ করতে না পারার কারণে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। কি হবে এসব আম চাষীদের। তাই সরকারের কাছে আকুল আবেদন এই আম চাষীদের বেঁচে রাখার জন্য আমের মূল্য বৃদ্ধি করা ও আমগুলো বিদেশে রপ্তানির পদক্ষেপ গ্রহণ করা অতিব জরুরী।
আমের ২য় রাজধানী নওগাঁর ঠা ঠা বরেন্দ্র অঞ্চল। এই অঞ্চলের পত্নীতলা, সাপাহার, পোরশা ও নিয়ামতপুর মূলত এই কয়েকটি উপজেলায় রয়েছে দিগন্তজোড়া আমের বাগান। এই অঞ্চলে চলতি মৌসুমে আমের বাম্পার ফলন হয়েছে। কয়েকটি প্রজাতির আম এক সঙ্গে নামার কারণে গত বছরের তুলনায় এই বছর আমের মূল্যে অর্ধেকে নেমে এসেছে। এবার আমের বাম্পার ফলন হলেও উপযুক্ত মূল্য না পাওয়ায় দিশেহারা আমচাষীরা। তাই লোকসান গুনতে হচ্ছে তাদের। আবার অনেকে বাগান কিনে ব্যাপক দরপতনের ফলে বড় ধরনের লোকসানের আশংকায় ঋনের টাকা পরিশোধের ভয়ে পালিয়ে যাচ্ছেন এলাকা ছেড়ে। বাগান মালিকদের দাবি, গত বছরের চেয়ে এবার আমের দাম অর্ধেক। আর ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন; এক সাথে সব আম নামার কারনে বাজারে আমের দামে ধ্বস নেমেছে।
সাপাহার উপজেলায় প্রবেশ করলেই চোখে পড়বে আম বিক্রি করার জন্য চাষীদের দীর্ঘ লাইন আর লাইন। এটি সাপাহারের আমের বাজার। সকালে গাছ থেকে নামানো আম যানবাহনে নিয়ে আসা হয়েছে সাপাহারে আমের হাটে। বেলা বাড়ার সাথে সাথে এ হাটে আমের সরবরাহ বাড়লেও মিলছে না ক্রেতা ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারদের। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রয়োজনীয় সংখ্যক পাইকারি ব্যবসায়ী না আসায় আমের দাম কম পাচ্ছেন চাষীরা।
সাপাহার বাজারের আমের আড়তদার রবীন্দ্রনাথ ঘোষ বলেন, গত বছর ল্যাংড়া বিক্রি হয়েছে মণ প্রতি ২০০০-২২০০ টাকা; আর এ বছর ৮০০-১২০০ টাকা, খিরসাপাত গত বছর বিক্রি হয়েছে মণ প্রতি ২৪০০-২৫০০ টাকা আর এবার ১২০০-১৪০০শ টাকা এবং গুটি জাতের আম গত বছর বিক্রি হয়েছে ১০০০-১২০০শ টাকা আর এবার ৪০০-৫০০শ টাকা মণ। আমরাও চাষীদের কাছ থেকে আম কিনে বিপাকে পড়ে যাচ্ছি। সামান্য লাভ দিয়েই আমগুলো দেশের বিভিন্ন স্থানে চালান করতে বাধ্য হচ্ছি।
বাজারে আম বিক্রি করতে আসা আমচাষী মো: হামিদুল হক বলেন, বর্তমান বাজার অনুযায়ী এক মণ আমের দাম দিয়ে একজন শ্রমিকের বেতনও দেয়া সম্ভব নয় এমন বক্তব্য তাদের। আবার অনেকেই ঋন ও দোকানে সার, কিটনাশকের বাকীগুলো কিভাবে পরিশোধ করবেন এ চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন।তাই এই অঞ্চলের হাজার আমচাষীদের বাঁচাতে সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত।
আরেক আম চাষী রফিকুল ইসলাম বলেন, অনেক আম ব্যবসায়ী ব্যাংক ও বিভিন্ন সংস্থা থেকে ঋন নিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। তারা কিভাবে সেই টাকা পরিশোধ করবেন এ ভয়ে এলাকা ছেড়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় পালিয়ে যাচ্ছেন। এবার জেলার সকল স্থানে একই সময়ে বেশ কয়েক জাতের আম নেমেছে; তাই আমের দরপতন বলে মনে করছেন আমের আড়তদাররা। এবার আম চাষী ও ব্যবসায়ী উভয়ই ক্ষতিগ্রস্ত হবেন বলে তিনি মন্তব্য করেন।
নওগাঁ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক বলেন রোযার সময় আমের দাম কম ছিল। এখন একটু আমের দাম বাড়লেও কৃষকরা আমের দাম সে অনুপাতে পাচ্ছেন না। এতে করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে সামনের দিনে যদি পাইকার আসে ব্যাপকভাবে তাহলে কিছুটা হলেও লাভবান হবেন বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। তিনি আরো বলেন চলতি বছর নওগাঁ জেলায় ১৪ হাজার ৫শ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে আর ফলনের আশা রয়েছে প্রায় ২ লাখ মেট্রিক টন।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
কৃষি/শিল্প বিভাগের অন্যান্য সংবাদ
-
নওগাঁর মাঠ এখন ধানের সবুজ প্রান্তর [ প্রকাশকাল : ২১ ফেব্রুয়ারী ২০১৯ ০৬.০৭ অপরাহ্ন]
-
পত্নীতলায় পার্চিং উৎসবের উদ্বোধন [ প্রকাশকাল : ১৯ ফেব্রুয়ারী ২০১৯ ০৬.০৪ অপরাহ্ন]
-
গৌরীপুরে মৎস্য চাষীদের প্রশিক্ষণ [ প্রকাশকাল : ১৯ ফেব্রুয়ারী ২০১৯ ০১.০৪ অপরাহ্ন]
-
নান্দাইলে লাভজনক ড্রাগন চাষে কৃষকের আগ্রহ বাড়ছে [ প্রকাশকাল : ১৮ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.৪৪ অপরাহ্ন]
-
রাণীনগরে মাঠ দিবস অনুষ্ঠিত [ প্রকাশকাল : ১৫ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.১২ অপরাহ্ন]
-
নওগাঁয় রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার চাষ [ প্রকাশকাল : ১৪ ফেব্রুয়ারী ২০১৯ ০৭.২২ অপরাহ্ন]
-
যশোরের গদখালীতে ৭০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট [ প্রকাশকাল : ০৯ ফেব্রুয়ারী ২০১৯ ০৭.২২ অপরাহ্ন]
-
নওগাঁয় সড়কে সবজি ফেলে কৃষকের প্রতিবাদ [ প্রকাশকাল : ০৯ ফেব্রুয়ারী ২০১৯ ০৭.১৬ অপরাহ্ন]
-
গৌরীপুরে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস [ প্রকাশকাল : ০৭ ফেব্রুয়ারী ২০১৯ ১২.৪৬ অপরাহ্ন]
-
রাণীনগরে ইরি মৌসুমের শুরুতেই লোকসানের আশঙ্কায় চাষিরা [ প্রকাশকাল : ০৬ ফেব্রুয়ারী ২০১৯ ০৫.৩৭ অপরাহ্ন]
-
বাজারে মিষ্টি কুমড়ার দাম কম থাকায় শার্শার কৃষকরা হতাশ [ প্রকাশকাল : ০১ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.২৬ অপরাহ্ন]
-
শার্শায় চলতি মৌসুমে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা [ প্রকাশকাল : ৩১ জানুয়ারী ২০১৯ ০৮.৫১ অপরাহ্ন]
-
রাণীনগরে চলছে ইরি-বোরো মৌসুমের ধান রোপনের ধূম [ প্রকাশকাল : ৩০ জানুয়ারী ২০১৯ ০৮.৩৮ অপরাহ্ন]
-
নওগাঁর কৃষকরা ইরি-বোরো ধান রোপনে ব্যস্ত [ প্রকাশকাল : ২৮ জানুয়ারী ২০১৯ ১১.০০ পুর্বাহ্ন]
-
সাপাহারে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা [ প্রকাশকাল : ২৬ জানুয়ারী ২০১৯ ০৭.৪০ অপরাহ্ন]