তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন পালিত

ভালুকায় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন পালিত
[ভালুকা ডট কম : ১৪ জুলাই]
সারা দেশের ন্যায় ভালুকা উপজেলাতেও প্রথম রাউন্ড "ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন" পালিত হয়েছে। দেশব্যাপী ছয় মাস থেকে পাঁচ বছর বয়সের দুই কোটি উনিশ লাখ শিশুকে ভিটামিন 'এ' প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ভিটামিন 'এ' শিশুর স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়। এছাড়া ভিটামিন 'এ' শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও শিশুর মৃত্যু ঝুঁকি কমায়।

ভালুকা মাস্টার হাসপাতালের সৌজন্যে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে ভালুকা উপজেলার এগারোটি ইউনিয়নের সবগুলি ওয়ার্ডে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দুইটি রিক্সাযোগে মাইকে প্রচার করা হয়। উপজেলার প্রতিটি টিকা কেন্দ্রে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হয়। ছয় মাস থেকে এগারো মাস বয়সী শিশুকে একটি করে নীল (1,00,000 IU) ও এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের একটি করে লাল (2,00,000 IU) উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হয়। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই