তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ফল বিপর্যয়

গৌরীপুরে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ফল বিপর্যয়
[ভালুকা ডট কম : ২০ জুলাই]
ময়মনসিংহের গৌরীপুরে চলতি বছরে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের ফল বিপর্যয় হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) এইচএসসি/সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে এ উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলতি বছর এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহন করে ২ হাজার ৬শ ৪৯ জন শিক্ষার্থী তারমধ্যে উর্ত্তীণ হয়েছে ১ হাজার ৩শ ১ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫ জন শিক্ষার্থী।

গৌরীপুর সরকারি কলেজের পরীক্ষার্থী ছিল ১ হাজার ৩শ ৮৬ জন তারমধ্যে পাশ করেছে ৬শ ৫৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। এ কলেজের পাশের হার ৪৭.৪০%। গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের পরীক্ষার্থী ছিল ৩শ ১৫ জন তারমধ্যে পাশ করেছে ১শ ৬১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ৫১.১১%। শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের ২শ ৮২ জন পরীক্ষার্থীদের মাঝে পাশ করেছে ১শ ৫৪ জন। পাশের হার ৫৪.৬১%। মোজাফফর আলী স্কুল এন্ড কলেজের ৭৫ জন শিক্ষার্থীর মাঝে পাশ করেছে ৪৫ জন। পাশের হার ৬০%। আলিম পরীক্ষায় গৌরীপুর ইসলামাবাদ আলিম মাদ্রাসার ৯৪ জন শিক্ষার্থীর মাঝে পাশ করেছে ৬৬ জন। পাশের হার ৭০.২১%। শ্যামগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ১শ ৪১ জন শিক্ষার্থীর মাঝে পাশ করেছে ৯০ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ৬৩.৮৩%। কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থীর মাঝে পাশ করেছে ২৭ জন। পাশের হার ৬৭.৫০%। শিবপুর এল.ইউ আলিম মাদ্রাসার ২৮ জন শিক্ষার্থীর মাঝে পাশ করেছে ২০ জন। পাশের হার ৭১.৪৩%। পুম্বাইল এফ.ইউ ফাজিল মাদ্রাসার ৩৮ জন শিক্ষার্থীর মাঝে পাশ করেছে ৩৩ জন। পাশের হার ৮৬.৮৪%। বিএম পরীক্ষায় গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড করেজের ১শ ৪৯ জন শিক্ষার্থীর মাঝে পাশ করেছে ৫৭ জন। পাশের হার ৩৮.২৬%। গৌরীপুর বিএম কলেজের ২৬ জন শিক্ষার্থীর মাঝে পাশ করেছে ৯ জন। পাশের হার ৩৪.৬২%। মুখুরিয়া টেকনিক্যাল বিএম কলেজের ২০ জন শিক্ষার্থীর মাঝে পাশ করেছে ৮ জন। পাশের হার ৪০%। হযরত শাহসূফ (রঃ) টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৫৫ জন শিক্ষার্থীর মাঝে পাশ করেছে ২১ জন। পাশের হার ৩৮.১৮%। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই