তারিখ : ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রাবিতে ব্যাকবেঞ্চার ও লাভ বিজনেস চলচ্চিত্র প্রদর্শনী

রাবিতে ব্যাকবেঞ্চার ও লাভ বিজনেস চলচ্চিত্র প্রদর্শনী
[ভালুকা ডট কম : ২৬ জুলাই]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিল্ম ক্লাবের আয়োজনে স্বল্প দৈর্ঘ্য দুটি চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘ব্যাকবেঞ্চার’ ও ‘লাভ বিজনেস’ নামে দুটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। চলচ্চিত্র গুলোর নির্দেশনা ও রচনায় ছিলেন ফাইন্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফিল্ম ক্লাবের সভাপতি এস ডি জুয়েল।

প্রদর্শনীতে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি ওবাইদুর রহমান প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ওবাইদুর রহমান বলেন, সংস্কৃতির চর্চার মাধ্যমে আমরা সুস্থ্য সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি। প্রতিটি শিল্পেরই একটি উদ্দেশ্য থাকে। শিল্পীরা তাদের কর্মকান্ডের  মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের সাংস্কৃতিক চর্চা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ব্যাকবেঞ্চার চলচ্চিত্রটির মাধ্যমে বর্তমান সমসাময়িক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা প্রকৃত চিত্রসমহূকে তুলে ধরে হওয়া হয়েছে। অন্যদিকে লাভ বিজনেস এ মেয়েদের মধ্য ভালবাসা নিয়ে ব্যবসা করার প্রবণতাকে তুলে ধরা হয়েছে।  #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই