তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভালুকায় প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
[ভালুকা ডট কম : ০১ আগস্ট]
ভালুকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও ৭ম বর্ষে পর্দাপন উপলক্ষে মঙ্গলবার রাতে সুরবীণা সাংষ্কৃতিক সংস্থার কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে।

সুরবীণা সাংষ্কৃতিক সংস্থার নির্বাহী পরিচালক, সাংবাদিক নেতা ও শিক্ষক রফিকুল ইসলাম রফিক এবং প্রতিদিনের সংবাদের ভালুকা উপজেলা প্রতিনিধি সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: ফিরোজ খান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া,বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, প্রথম আলো প্রতিনিধি মাহমুদুল হাসান ফোরাত, মানবকন্ঠ প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজ, মাইটিভি প্রতিনিধি মর্জিনা মনি, পৌর সভার চাকরিজীবী মো: শাহাব উদ্দিন, ঢাকা প্রতিদিন রফিকুল ইসলাম, সিডস্টোর বাজার সমিতির সদস্য মোমিনুল ইসলাম, বাংলা টিভি প্রতিনিধি খোরশেদ আলম জীবন, দৈনিক আলোকিত সময় প্রতিনিধি হুমায়ুন কবির প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু বলেন, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকা মান সম্মত সংবাদ পরিবেশ করে সুনাম অর্জন করেছে এবং পত্রিকাটি অতীতের ন্যায় আগামী দিনে সমাজের দর্পণ হিসেবে দেশের কল্যাণে কাজ করে যাবে এই আশা রাখি।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন,আপনার একটি লেখায় যাতে একটি মানুষের সারা জীবনের অর্জন নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। আমি আপনাদের অনুরোধ করব যারা ভালুকা উপজেলার বনের জমি দখল করেছে ভূমি দস্যু,মাদক ব্যবসায়ী, ইয়াবার ঘটফাদার, রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ, রাতা-রাতি বাড়ি গাড়ির মালিক তাদের এই টাকার উৎস কি? এদের কে নিয়ে আপনারা স্বচিত্র প্রতিবেদন লেখেন।

ভালুকা উপজেলা প্রতিনিধি সফিউল্লাহ আনসারী অনুষ্ঠানে অংশ গ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ জানান।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই