তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় মহিলা আ’লীগের শোক দিবস পালন

ভালুকায় মহিলা আ’লীগের শোক দিবস পালন 
[ভালুকা ডট কম : ১১ আগস্ট]
ভালুকা উপজেলা মহিলা আওয়ামীলীগের ৪৩ তম জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শোক সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

শোক সভায় উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ড.সেলিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের বিগত সারে ৯ বৎসরের মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালনা ও তার সরকারের বাস্তবায়নকৃত এবং চলমান উন্নয়ন প্রকল্প সমুহের চিত্র তুলে ধরে বলেন, তৃনমূল পর্যায়ে মহিলাদের কাছে সরকারের এই উন্নয়ন কমকান্ড তুলে ধরতে হবে। তিনি আরও বলেন নারী পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। তিনি নারী অধিকার রক্ষায় আরেকবার আওয়ামীলীগের নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মহিলা আ’লীগের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক শিখা চক্রবর্তী, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মহিলা আ’লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না ও ইসমত আরা হ্যাপী। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফিরোজা বেগম ও সাধারন সম্পাদক মুফসস্রা বেগম, স্থানীয় মহিলালীগ নেত্রী নাজমা আক্তার, সোহেলী বেগম, মাবিয়া আক্তার, সাগরিকা বেগম, উপজেলা মহিলালীগ সাধারণ সম্পাদক শাহনাজ আক্তার শানু, ভালুকা পৌর মহিলালীগ সভাপতি ফরিদা ইয়াসমিন, পান্না আক্তার ও মিলি আক্তার।

সভা পরিচালনা করেন উপজেলা মহিলা আ’লীগ নেত্রী শিউলী আশরাফ। শোক সভায় উপজেলার ভালুকা পৌরসভাসহ ১১টি ইউনিয়নের মহিলা আ’লীগের নেতাকর্মীরা যোগদান করেন। পরে এক কাঙ্গালী ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।#




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই