তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৌর মার্কেট নির্মাণের অভিযোগ

ভালুকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৌর মার্কেট নির্মাণের অভিযোগ,প্রতিবাদে সংবাদ সম্মেলন
[ভালুকা ডট কম : ১৮ আগস্ট]
ভালুকায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ভালুকা পৌর মার্কেট নির্মাণের কাজ শুরু করায় শনিবার দুপুরে  স্থানীয় বৈশাখী হোটেলে ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ভালুকা মৌজার আর,ও,আর খতিয়ান ২১২ ও ২৯২ দাগ নং ৩৪৮ ও ৩৮৯ দাগের মোট ১একর ৯২শতাংশ জমির মালিক বাজিত বেপারী ও আলী হোসেন দফাদার। সেই জমি মাঝে ভালুকা পৌর সভা ৫৫শতাংশ জমির উপর পৌর মার্কেট নির্মাণ শুরুর করে। ওই জমির উপর ২০০৮সাল থেকে জনৈক ইউপি সদস্য মামলা চলে আসছে।

এম,এ খালেক দাবী করেন, বাজিত বেপারী ও আলী হোসেন দফাদারের উত্তারাধিকারী গণের পক্ষ থেকে  এম,এ খালেক গং বাদী হয়ে বিজ্ঞ জেলা জজ ৩য় আদালতে (১৪৯/১৮ নং অন্য প্রকার) একটি মামলা করেন। সেই মামলায় উভয় পক্ষের শুনানির পর গত ১২আগস্ট আদালত বিরোধপূর্ণ জমি মুল মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরণের স্থাপনাদি নির্মাণ,ভূমির আকৃতি ও প্রকৃতি পরিবর্তন না করার জন্য পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এম,এ খালেক আরও জানান,আদালত পৌর কর্তৃপক্ষের কাছে জমির দলিল চাইলে তাঁরা ২১১নং খতিয়ানের একটি দলিল প্রদর্শন করেন যার বর্তমান অবস্থায় উপজেলা পরিষদ কার্যালয় ভবন। সেই অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ঠিকাদার কাজ করে যাচ্ছে, এরই প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এম,এ খালেক,সিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম রিপন। ভুক্তভোগি পরিবারটি আদালতের আদেশ মেনে পৌর মার্কেট নির্মাণ বন্ধের দাবী জানান।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই