তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে রিয়াদ হত্যার বিচারের দাবিতে সহপাঠিদের মানববন্ধন

স্কুল ছাত্রকে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা
গফরগাঁওয়ে রিয়াদ হত্যার বিচারের দাবিতে সহপাঠিদের মানববন্ধন
[ভালুকা ডট কম : ০১ সেপ্টেম্বর]
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নামাউথুরী  গ্রামে  চুরির অপবাদ দিয়ে স্কুল ছাত্র  রিয়াদকে (১৪) গাছে  সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনার বিচারের দাবিতে মনববন্ধন অনুষ্ঠিত হয়।শনিবার দুপুরে গফরগাঁও-মাইজবাড়ি-কান্দিপাড়া সড়কে ঘগড়া-উথুরী-ছিপান উচ্চ বিদ্যালয়ের রিয়াদের সহপাঠি,শিক্ষক ও স্থানীয় গ্রামবাসী প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন।

মানববন্ধন চলাকালে রিযাদ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানিয়ে বক্তব্য রাখেন উথুরী নিন্ম মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল, ঘাগড়া –উথুরী-ছিপান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুস সামাদ, শিক্ষক মীর মোশাররফ হোসেন, শিক্ষিকা মাকসুদা খাতুন, স্থানীয় ইউপি সদস্য আব্দুস সোবহান কালা মিয়া,সহপাঠি শিক্ষার্থী শামীম,বিথি আক্তার,বিপাশা এবং  রিয়াদের পরিবারের পক্ষে আব্দুল আজিজ বাবুল প্রমুখ।

উল্লেখ্য,বৃহস্পতিবার(৩১সেপ্টেম্বর)ভোর পাঁচটার দিকে উথুরী- ঘাগড়া টাওয়ারের মোড় বাজারের আশরাফুলের মনিহারী দোকানের ‘তালা ভাঙার চেষ্টার’ অপরাধে ঘাগড়া –উথুরী-ছিপান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র রিয়াদকে আটক করে বাজারের ব্যবসায়ী আশরাফুল, স্থানীয় আওয়ামীলীগ নেতা রশিদ ও বিএনপি নেতা মীর রাসেল ও তাদের সহযোগিরা  রিয়াদকে বাজারের একটি কাঠাঁল গাছের সাথে বেঁধে বেধড়ক পিটায়।এত অমানুসিক নির্যাতনে ঘটনাস্থলেই রিয়াদ মারা যায়।এসময় কিশোর রিয়াদ চিৎকার করে জান ভিক্ষা চাইলেও পাষন্ডের মন গলেনি।পিটিয়ে রিয়াদের মৃত্যু নিশ্চিত করে সকালে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন,মামলার এজাহারভুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।গ্রেফতার হওযা কাজিম উদ্দিন ঘাগড়া টাওয়ারের মোড় বাজারে ব্যবসা করার পাশাপাশি নৈশ প্রহরীর কাজও করে থাকে।তদন্তে এই ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই