তারিখ : ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

হিস্টিরিয়া রোগ ও করণীয়

হিস্টিরিয়া রোগ ও করণীয়
[ভালুকা ডট কম : ২১ সেপ্টেম্বর]
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হিস্টিরিয়াকে "কনভারশন ডিসঅর্ডার" (conversion  disorder) বলা হয়। সাধারনত যেসব কিশোর কিশোরীরা মনের কষ্ট প্রকাশ করেনা বা করতে পারেনা তাদের মানসিক চাপ বা দ্বন্দ্ব শারিরীক উপসর্গে পরিনত হয়। এই রোগ সাধারনত কম বয়সী মেয়েদের বেশি হয়। তবে যে কোন বয়সে হতে পারে। ছেলেদেরও এই রোগ হয়। মেয়েদের তুলনায় ছেলেদের অনেক কম হয়। হিস্টিরিয়ার সুনির্দিষ্ট কারন আজও অজানা। মেয়েদের আর ছেলেদের হরমোনজনিত কিছু বিষয় আলাদা। চিকিৎসা বিজ্ঞানীরা এটি মস্তিষ্কের নিউরো-হরমোনের কারণে হয় বলে ধারনা করেন।

মৃগীরোগ হিস্টিরিয়ার মতো মনে হলেও অনেক পার্থক্য রয়েছে। হিস্টিরিয়া রোগে অজ্ঞান হয়ে পড়ে গেলে আহত হয় না। মৃগী রোগে জিহ্বা কেটে যাওয়া, মুখ দিয়ে ফেনা বের হওয়া, প্রস্রাব-পায়খানা করে দেওয়া এসব সমস্যা হয়। হিস্টিরিয়া সাধারণত একাকি থাকাকালে হয় না, কারো সামনে হয়। কিন্তু মৃগী রোগ যেকোনো সময় ও যেকোনো স্থানে হতে পারে।

হিস্টিরিয়া রোগের লক্ষন:
১। অনুভুতি কম বা না থাকা।
২। অন্ধত্ব।
৩। একটি বস্তুকে দুইটি দেখা।
৪। দৃষ্টিভ্রম।
৫। কানে কম বা না শোনা।
৬। প্যারালাইসিস- হাত, পা।
৭। গিলতে অসুবিধা।
৮। শ্বাসকষ্ট।
৯। বারবার অজ্ঞান।
১০। খিঁচুনি।

রোগ নির্ণয়  :
হিস্টিরিয়া রোগ নিরূপণে সাধারণত তেমন কোন পরীক্ষা নিরীক্ষা লাগেনা। তবে স্ট্রোক, ব্রেইন টিউমার ও মৃগীরোগকে আলাদা করতে ব্রেইনের EEG, CT scan ও MRI  করা লাগতে পারে।

চিকিৎসা :
নিউরোলজিস্ট, সাইকিয়েট্রিস্ট ও অকুপেশনাল থেরাপিস্টগন  সম্মিলিতভাবে এ রোগের চিকিৎসা দিয়ে থাকেন।
১। রোগী ও আত্মীয়স্বজনকে সাহস দিতে হবে।
২। তাদেরকে আশ্বস্ত করতে হবে।
৩। রোগীকে সবার অধিক নজর দিতে নিষেধ করতে হবে।
৪। রোগের কারণের সমাধান।
৫। রোগী স্বাভাবিক কাজ কর্মে ব্যস্ত থাকা।

প্রতিকার :
মানসিক চাপ বা দন্দ্ব পরিহার।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

স্বাস্থ্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই