তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রাজশাহীতে নির্মান হবে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক-পলক

রাজশাহীতে নির্মান হবে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক : জুনাইদ আহমেদ পলক
[ভালুকা ডট কম : ২৩ সেপ্টেম্বর]
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,তোমরা সঠিক তথ্য-প্রযুক্তির ব্যবহার করা জানবে। তোমাদের জন্য নতুন প্ল্যাটফর্ম তৈরি করতেই সারা দেশে ২৮টি হাইটেক পার্ক নির্মাণ করা হবে। এক একটি হাইটেক পার্কে তোমাদের মতো শিক্ষার্থীরাই কাজ করবে।

রাজশাহীর মাটিতে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে শেখ মুজিব হাই-টেক পার্ক উপহার দিয়েছেন। সেখানে প্রায় ১৪ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। সেই তরুণ তরুণী আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে।আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক এই ল্যাবের মাধ্যমে একদিকে  যেমন  শেখ মুজিব হাই-টেক পার্কে আমাদের ভবিষৎ প্রজন্মের সন্তানদের কর্মসংস্থানের জন্য তাদেরকে সুযোগ্য করে তুলবে পাশাপাশি বিশ্বে আমরা প্রযুক্তি নির্ভর বাংলাদেশে ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে এ ল্যাব ভূমিকা পালন করবে। প্রযুক্তিগত শিক্ষা আগামী দিনে অপরিসীম সম্ভবনা বয়ে আনবে।

রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক রাজশাহী শীর্ষক প্রকল্পের আওতায় এ.আর, ভি.আর ও এম.আর ল্যাব উদ্বোধন শেষে  বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তরুণদের দায়িত্বের কথা স্বরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন,আমাদের দায়িত্ব ছিল প্ল্যাটফর্ম তৈরী করে দেওয়া, এমন ল্যাব তৈরী করে দেওয়া সেটা আমরা করে দিয়েছি। তোমরা এখানে বসে বিশ্ব জয়ও করতে পারো আবার বসে বসে ঘুমাতেও পারো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের তরুণ ছাত্র জনতার উপর বিশ্ব জয়ের এ দায়িত্ব অর্পন করেছেন।  এতএব তোমাদের উপর অর্পিত এই দায়িত্ব তোমরা পালন করবে।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও বঙ্গবন্ধু হাই-টেক পার্কের প্রকল্প পরিচালক একেএম ফজলুল হক। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওসমান গনি তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই