তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

হালুয়াঘাটে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

হালুয়াঘাটে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ২৪ সেপ্টেম্বর]
ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটের নতুন বাসস্ট্যান্ড এলাকায় নাগরিক ফোরাম আয়োজিত মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷ "আপন আলোর মহিমায়, মাদকমুক্ত প্রজন্মের আশায়, সুন্দর সমাজ গড়ার প্রত্যাশায়" শ্লোগানকে ধারণ করে রবিবার রাত ৯টার পর এ সমাবেশ শুরু হয় ৷

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালুয়াঘাট মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও নাগরিক ফোরামের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ ৷ তিনি তার উপদেশপূর্ণ বক্তব্যে সকলকে মাদক, হিরোইন, গাঁজা, ইয়াবা ইত্যাদি ছেড়ে সুন্দর জীবন গড়ার প্রতি আহ্বান জানান ৷ এছাড়াও সমাবেশে আরও বক্তব্য রাখেন হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সভাপতি রেজাউল করীম, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও নাগরিক ফোরামের যুগ্ন আহবায়ক নাদিম আহমদ, হালুয়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নাগরিক ফোরামের সদস্য সচিব হুমায়ুন কবীর মানিক, নাগরিক ফোরামের যুগ্ন আহবায়ক কাঞ্চন কুমার সরকার, নাগরিক ফোরামের অন্যতম সদস্য যুগান্তর প্রতিনিধি হাতেম আলী, ভোরের কাগজ প্রতিনিধি বাবুল হোসেন, আনন্দ টিভি ও মানবজমিন প্রতিনিধি ওমর ফারুক সুমন ও বিজয় টিভি ও আমাদের সময় প্রতিনিধি  আবদুল হক লিটন। এছাড়াও নাগরিক ফোরামের অন্যান্য সদস্য মনির হোসেন, শামসুল হুদা শাওন, আজিম উদ্দীন, সেলিম আহম্মেদসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন৷

উক্ত সমাবেশে ছাত্র, জনতা, শ্রমিকসহ প্রায় শতাধিক লোকের সমাগম ঘটে ৷ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাগরিক ফোরামের অন্যতম সদস্য সি এন্ড এফ নেতা মাসুদ করিম শান্ত। সমাবেশের শেষ পর্যায়ে রাত ১১টায় অনুষ্ঠানের সভাপতি ও শ্রমিক নেতা রফিকুল ইসলাম রফিক-এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ৷#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই