তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

দুপচাঁচিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রক্তদান কর্মসূচী

দুপচাঁচিয়া পৌরসভা মিলনায়তনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রক্তদান কর্মসূচী
[ভালুকা ডট কম : ২৮ সেপ্টেম্বর]
বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন উপলক্ষে দুপচাঁচিয়ায় রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রক্তের সন্ধানে দুপচাঁচিয়া এর আয়োজনে ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ সামির হোসেন মিশুর সহযোগিতায় শুক্রবার সকালে দুপচাঁচিয়া পৌরসভা মিলনায়তনে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা  রক্তের সন্ধানে দুপচাঁচিয়া এর সভাপতি জিয়া হায়দার খান সেতুর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জার্মান আ’লীগের উপদেষ্টা বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার মনোনয়ন প্রত্যাশী রক্তদান কর্মসূচীর পৃষ্ঠপোষক আসাদুর রহমান খন্দকার লাইজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জিএম সজল, দুপচাঁচিয়া পৌর কাউন্সিলর এবিএম জহুরুল ইসলাম খান মিলন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ আজাদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আসলাম, সাধারণ সম্পাদক শাকিল খান, বঙ্গবন্ধু পরিষদ স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগ দুপচাঁচিয়ার সাধারণ সম্পাদক আবু জাহিদ, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই রফিকুল ইসলাম, রক্তের সন্ধানে দুপচাঁচিয়ার সাংগঠনিক সম্পাদক সানি চক্রবর্তী সহ সংগঠনের সদস্যবৃন্দ।

শেষে আওয়ামীলীগ সরকারের ১০বছরের উন্নয়ন কর্মকান্ডের চিত্র প্রদর্শন করা হয়। রক্তদান কর্মসূচীতে ৪০জন স্বেচ্ছায় রক্তদান করেন। আসাদুর রহমান খন্দকার লাইজু বক্ত্যবে বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই