বিস্তারিত বিষয়
সরকারের বিশেষ ব্যক্তির মনোবাঞ্ছা পূরণে রায়- রিজভী
সরকারের বিশেষ ব্যক্তির মনোবাঞ্ছা পূরণে রায়- রিজভী
[ভালুকা ডট কম : ১১ অক্টোবর]
বিএনপিকে নিশ্চিহ্ন করতেই ২১ আগস্ট গ্রেনেড হত্যা মামলায় ‘স্টেট স্পন্সরড' রায় দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আদালতের রায়ের পর্যবেক্ষণ ও ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের বক্তব্যের জবাবে আজ (বৃহস্পতিবার) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গতকাল সে সাজা দেয়া হয়েছে, তা স্টেট স্পন্সরড জাজমেন্ট। বিএনপিকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্যই সরকারের বিশেষ ব্যক্তির মনোবাঞ্ছা পূরণে এ রায়। এ রায় উদ্দেশ্যপ্রণোদিত এজন্য যে, একতরফা নির্বাচন করার জন্য এ রায় দেয়া হয়েছে, যা একটি কারসাজি। রাজনৈতিক প্রতিপক্ষকে নেতৃত্বশূন্য করতেই ২১ আগস্ট গ্রেনেড হত্যার ঘটনা ঘটানো হয়েছে। গতকাল আমরা রায়ের মধ্যে কিছু পর্যবেক্ষণ দেখেছি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের নানা কথা, নানা উল্লাস আমরা দেখছি।
বিএনপির এ নেতা বলেন,হাত-পায়ের নখ তুলে নিয়ে অকথ্য শারীরিক নির্যাতনের মাধ্যমে সম্পূর্ণ জবাববন্দি নেয়া হয়েছিল হুজি নেতা মুফতি হান্নানের কাছ থেকে। মুফতি হান্নান নিজে আদালতের কাছে স্বাকারোক্তিমূলক জবাববন্দি প্রত্যাহারের আবেদন জানিয়ে বলেছিলেন, ব্যাপক নির্যাতন করে সিআইডির লিখিত কাগজে তার সই আদায় করা হয়েছিল। আদালত সেই আবেদন আমলে নেয়নি।
সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন,মুফতি হান্নান তার হাতের লেখার ১০ পৃষ্ঠার প্রত্যাহারের আবেদনে জানিয়েছিলেন, গ্রেপ্তারের পর তাকে ৪১০ দিন রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছিল। মুফতি হান্নান তার আবেদনে বলেছিলেন এই ২১ আগস্ট বোমা হামলার ঘটনা জনাব তারেক রহমান ও বিএনপির কেউ জড়িত নয়। তাহলে এই প্রত্যাহারের যে আবেদন তাকে আমলে না নিয়ে কারো ইচ্ছা পূরণের যে রায়টা হলো- এটা কী ন্যায় বিচার। এটা কী বিরোধী দল ধ্বংসের রায় নয়? জনগণ এই রায় প্রত্যাখ্যান করেছে।
সংবাদ সম্মেলনে গতকাল ঢাকা মহানগর, নেত্রকোনা, মাদারীপুর, বরিশাল, ফরিদপুর, গাইবান্ধা, ভোলা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ‘গায়েবী’ মামলায় দলের শতাধিক নেতা-কর্মীর গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়ে তাদের মুক্তির দাবি জানান রিজভী।
এদিকে, বিএনপি ঘোষিত প্রতিবাদ কর্মসূচির আংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত মোড়ে বিএনপির সিনিয়র-যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। #
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ
-
খালেদা জিয়াকে বন্দি রেখে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়-মোশাররফ [ প্রকাশকাল : ১৭ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.০০ অপরাহ্ন]
-
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অনেকদুর এগিয়ে গেছে-খাদ্যমন্ত্রী [ প্রকাশকাল : ১৬ ফেব্রুয়ারী ২০১৯ ০৭.০০ অপরাহ্ন]
-
নতজানু পররাষ্ট্রনীতির কারণে সার্বভৌমত্বে আঘাত-রিজভী [ প্রকাশকাল : ১৬ ফেব্রুয়ারী ২০১৯ ০৫.০০ অপরাহ্ন]
-
ইসির ইমামতিতে গণতন্ত্রের কবর হয়েছে-জাফরুল্লাহ [ প্রকাশকাল : ১৫ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.০২ অপরাহ্ন]
-
গণতন্ত্রের নাম নিয়ে সরকার স্বৈরাচারী আচরণ করছে-মঈন খান [ প্রকাশকাল : ১৫ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.০০ অপরাহ্ন]
-
মামলা আর নালিশই ঐক্যফ্রন্টের সম্পদ-কাদের [ প্রকাশকাল : ১৪ ফেব্রুয়ারী ২০১৯ ০৩.৩১ অপরাহ্ন]
-
তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে অগ্রগতি বাধা ও করণীয় [ প্রকাশকাল : ১৩ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.৩০ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে আনসার ও গ্রামপ্রতিরক্ষা সমাবেশে -প্রধানমন্ত্রী [ প্রকাশকাল : ১২ ফেব্রুয়ারী ২০১৯ ০৫.০৫ অপরাহ্ন]
-
সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সরকার আন্তরিক-স্বরাষ্ট্রমন্ত্রী [ প্রকাশকাল : ১১ ফেব্রুয়ারী ২০১৯ ০১.০০ অপরাহ্ন]
-
সংবিধান লঙ্ঘনকারীদের কারণে দেশ বার বার পিছিয়ে গেছে-প্রধানমন্ত্রী [ প্রকাশকাল : ১০ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.৩০ অপরাহ্ন]
-
খালেদা জিয়ার মুক্তির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই [ প্রকাশকাল : ০৯ ফেব্রুয়ারী ২০১৯ ০১.৩০ অপরাহ্ন]
-
মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগ অবরোধ [ প্রকাশকাল : ০৮ ফেব্রুয়ারী ২০১৯ ০৭.০৩ অপরাহ্ন]
-
প্রধানমন্ত্রীর কথাবার্তা লাগামহীন-রিজভী [ প্রকাশকাল : ০৭ ফেব্রুয়ারী ২০১৯ ০৯.১৬ অপরাহ্ন]
-
আমরা অনেকেই ইতিহাস ভুলে যাই-মোস্তফা [ প্রকাশকাল : ০৭ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.০৭ অপরাহ্ন]
-
আর কোনো রাখাইন বাংলাদেশে ঢুকতে পারবে না-পররাষ্ট্রমন্ত্রী [ প্রকাশকাল : ০৬ ফেব্রুয়ারী ২০১৯ ০৫.৪৩ অপরাহ্ন]