তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন

গৌরীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন
[ভালুকা ডট কম : ২২ অক্টোবর]
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২২ অক্টোবর/১৮) ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই স্লোগানে উপজেলার ৩৭টি পয়েন্টে মানববন্ধন করেছে স্কুল, কলেজ ও সামাজিক প্রতিষ্ঠান।

পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, সহকারী কমিশনার (ভূমি) আবুল মুনসুর, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল আলম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আলমগীর হোসেন, স্কাউট সম্পাদক আহাম্মদ হোসেন, প্রধান শিক্ষক মো. এনামূল হক সরকার প্রমুখ।

গৌরীপুর ইসলামাবাদ আলীম মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, মাদরাসার অধ্যাপক মোঃ জৈন উদ্দিন, মো. মাহবুবুল আলম, গোলাম মোস্তুফা, মোঃ নুর ইসলাম, মোঃ মাহবুব আহম্মেদ, সহকারী মৌলভী গিয়াস উদ্দিন, মোঃ এমদাদুল হক, ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক বিলকিছ আঞ্জুমান আরা, নিবাস চন্দ্র বর্মণ, মোহাম্মদ আলী, মো. ইয়াহিয়া, আমিরুল মোমেনীন, ফারজানা নাসরিন, তাসলিমা আক্তার, মোহাম্মদ আলী, ইদ্রিস আলী, মো. আব্দুর রাজ্জাক, শিক্ষার্থী আলী জামাল, মোছা. রিয়া আক্তার, আরাফাত হোসেন, মাহমুদুল হাসান প্রমুখ।

এদিকে শহীদ মঞ্জু সড়কে অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষক ম. নূরুল ইসলামের নেতৃত্বে শতাধিক ছাত্রছাত্রী মানববন্ধনে অংশ নেন। বক্তব্য রাখেন লেখক আওলাদ হোসেন জসিম, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, সহকারী শিক্ষক রেখা সাহা, নিখিল মন্ডল, মো. মেহের আলী, মাওলানা হেলাল উদ্দিন, সোমা হালদার, শিল্পী বেগম প্রমুখ।

অপরদিকে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হকের নেতৃত্বে নুরুল আমিন খান সড়কে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. শাহ জাহান, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম চন্দ্র রায়, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান, পাছার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক, শিবপুর এলইউ আলিম মাদরাসার সুপার মো. মফিজ উদ্দিন, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, কিল্লবোকাইনগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ছায়ীদুল হকের নেতৃত্বে স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই