তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় চার দিনে ৩মামলা,আসামি বিএনপি’র ১৭৯ জন

ভালুকায় চার দিনে ৩মামলা, আসামি বিএনপি’র ১৭৯ জন
[ভালুকা ডট কম : ০৭ নভেম্বর]
ভালুকা উপজেলায় বিএনপি,সহযোগী ও অঙ্গ সংগঠনের ১৭৯ নেতা-কর্মীদের নামে চার দিনে ৩টি মামলা হয়েছে। গত ২ ও ৫ তারিখে দায়ের করা তিনটি মামলার বাদী ভালুকা মডেল থানা পুলিশ। ২ তারিখে ১টি ও ৫ তারিখের ২টি মামলার বিষয়ে নিশ্চিত করেছেন ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সহ-পাঠাগার সম্পাদক এস এম ফিরোজ আহম্মেদ।

মামলায় আসামি করা হয়েছে,ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা বিএনপির সদস্য মাহবুবুল আলম দুলু, ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক ও যুবদলের নেতা এস এম ফিরোজ আহম্মেদ, ভালুকা বাজার মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য সমর পাঠান, উথুরা ইউনিয়ন পরিষদ ও উপজেলা বিএনপির সদস্য  শহিদুল ইসলাম শহীদ, ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরী , সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, ভরাডোবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  আব্দুর রহিম আকন্দ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রহুল আমীন,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক তারিকুল ইসলাম তারু, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম দিলদার, ময়মনসিংহ জেলা শাখা ছাত্র দলের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম,ভালুকা ডিগ্রী কলেজ শাখা ছাত্র দলের সাবেক সভাপতি হারুন অর রশিদ হারুন, উপজেলা শ্রমিক দলের নেতা, ভালুকা বাজার পাদুকা সমিতি ও ভরাডোবা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক  সোহাগ সরকার ,আব্দর রাজ্জাক, রিয়াজ উদ্দিন ওরফে নারিশ নিয়াজ,আনিছ তালুকদার, ছাত্র দলের নেতা তুহিন প্রমুখ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই