তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রাবিতে ২দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগীতা শুরু

রাবিতে ২দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগীতা শুরু
[ভালুকা ডট কম : ২২ নভেম্বর]
রাবিতে দুদিন ব্যাপী বিতর্ক প্রতিযোগীতা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) গ্রুপ অব লিবারেল ডিবেটারস্ (বাংলাদেশ) আয়োজিত বিতর্ক উৎসবের উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তব্যে বিতার্কিকদের উদ্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রো-ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা বলেছেন, দুরদৃষ্টিসম্পন্ন  ছাড়া সমাজের কোন পরিবতর্ন হয় না। যারা বিতর্ক প্রতিযোগীতায় অংশ নিয়েছো এতে হয়ত বিতর্ক অর্থ, প্রতিপত্তি এনে দিবে না। কিন্তু লোভ, লালসা থেকে বিরত রেখে কল্যাণকামী ও বন্ধুত্বপূর্ণ সমাজ গঠনে  সহায়তা করবে। আগামীর কল্যাণমুখী সমাজ বিনির্মাণে বিতার্কিকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য ছাত্র উপদেষ্টা প্রফেসর লায়লা আরজুমান বানু বলেন, বিতর্ক চর্চা তোমাদেরকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলবে। ‘মর্যাদায় গড়ি সমতা’ প্রতিপাদ্যের বিতর্ক প্রতিযোগিতা তোমাদেরকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারী-পুরুষের সমতা অর্জনে অগ্রগণ্য ভূমিকা পালন করবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও সদস্য তাজরিন মেধার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। স্বাগত বক্তব্য দেন- গোল্ড বাংলাদেশ’র মডারেটর প্যানেলের সদস্য সমাজকর্ম বিভাগের প্রফেসর রবিউল ইসলাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মামুন আ. কাউয়ুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহরাব হোসেন।

এদিকে উদ্বোধন পর্ব শেষে অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও বিতার্কিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। ‘মানুষের জন্য ফাউ-েশন’র সহযোগিতায় এই বিতর্ক উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের  ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ-শতাধিক বিতার্কিক অংশ নিয়েছেন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই