তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ময়মনসিংহ-৩,আ.লীগের প্রার্থীকে বিজয়ী করতে সভা

ময়মনসিংহ-৩ আসনে আ.লীগের প্রার্থীকে বিজয়ী করতে ইউনিয়ন ভিত্তিক বর্ধিত সভা
[ভালুকা ডট কম : ০১ ডিসেম্বর]
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপিকে বিজয়ী করতে ইউনিয়ন ভিত্তিক আ.লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়েছে।

শনিবার (১ ডিসেম্বর) বিকেলে গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তরের সঞ্চালনায় এ উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সকল ওয়ার্ডের নেতা-কর্মী ও সমর্থকরা স্বতস্ফূর্তভাবে উপস্থিত হয়ে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় আ.লীগের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তির সাথে ভোট যুদ্ধ হবে রাজাকারদের। তাই স্বাধীনতার প্রতিক নৌকাকে বিজয়ী করতে হবে, অন্যথায় দেশ রাজাকারদের দখলে চলে যাবে।

এতে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, তথ্য ও গবেষনা সম্পাদক এড. জসিম উদ্দিন আহাম্মদ, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুস সামাদ, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভি.পি আব্দুল আউয়াল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার, অচিন্তপুর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি লস্কর বেপারী, সহনাটি ইউনিয়ন আ.লীগের সভাপতি রুহি দাস আচার্য্য, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি তাসলিমা আক্তার কলি, সাধারণ সম্পাদক জয়ন্তী রানী দাস, অচিন্তপুর ইউনিয়ন মহিলা শ্রমিকলীগের সভাপতি পলি আক্তার, যুবলীগ নেতা মো. আবু সাঈদ, মোকাম্মেল হক তালুকদার, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রফিক বোকাইনগরী, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।

উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম মিন্টু জানান, আ.লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ২ ডিসেম্বর বিকেল ৩টায় বালিজুড়ি বাজারে সিধলা ইউনিয়ন আ.লীগের, ৪ ডিসেম্বর ভূটিয়ারকোনা বাজারে মাওহা ইউনিয়ন আ.লীগের, ৫ ডিসেম্বর মিরিকপুরে বোকাইনগর ইউনিয়ন আ.লীগের, ৭ ডিসেম্বর পাছার বাজারে সহনাটি ইউনিয়ন আ.লীগের, ৮ ডিসেম্বর নাপ্তের আলগী বাজারে ভাংনামারী ইউনিয়ন আ.লীগের ও ১১ ডিসেম্বর শ্যামগঞ্জ বাজারে মইলাকান্দা ইউনিয়ন আ.লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই