তারিখ : ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকা মুক্ত দিবস উদযাপন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে
ভালুকা মুক্ত দিবস উদযাপন
[ভালুকা ডট কম : ০৮ ডিসেম্বর]
আজ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুক্তি যোদ্ধের চেতনা অক্ষুন্ন রাখার অঙ্গীকার নিয়ে ৪৮ তম ভালুকা মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপনে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন কর্মসূচি পালন করে।

গৃহীত কর্মসূচির মধ্যে ছিল, স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা জনতার বিজয় র‌্যালী ও মুক্তিযোদ্ধে গঠিত অনিয়মিত আফসার বাহিনীর অধিনায়ক মরহুম মেজর আফসার উদ্দিন আহম্মেদের ভালুকাস্থ মাজার জিয়ারত।

র‌্যালীতে অংশ গ্রহন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, ভালুকা পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ আ’লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, বিএনপি মনোনিত প্রার্থী ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু, পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমন্ডার মফিজুর রহমান, যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার খোরশেদ আলম (জজ মিয়া), উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহম্মেদ, উপজেলা জাতীয় পার্টির ভার প্রাপ্ত আহ্বয়ক মুক্তিযোদ্ধা এস এম নাজমুল আহসান, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফিরোজ তালুকদার পিপিএম (বার), মুক্তিযোদ্ধা মতিউর রহমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, সেচ্ছা সেবক লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন শিবলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য ছাড়াও সর্বস্তরের মুক্তিকামী জনতা ।

উপজেলা পরিষদ চত্বর থেকে  র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর মুক্ত মঞ্চে উদযাপন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুদ্ধাকালীন কোম্পানি কমান্ডারবৃন্দ সহ সর্বস্তরের মুক্তিযোদ্ধাগণ।#    



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই