তারিখ : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

বেনাপোল সীমান্ত থেকে ৯ জন আটক ও ফেন্সিডিল জব্দ

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় ৯ জন আটক ও বিপুল পরিমান ফেন্সিডিল জব্দ
[ভালুকা ডট কম : ০৯ ডিসেম্বর]
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৯ জনকে আটক করছে। এবং পুটখালী সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ৯ জন নারী পুরুষ শিশু অনুপ্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৯ জন নারী- পুরুষ ও শিশুকে আটক করা হয়। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি। আটকৃতদের মধ্যে ৩ জন পুরুষ ৫ জন নারী ও ১টি শিশু রয়েছে। আটকৃতদের বাড়ী নড়াইল, মাগুরা ও সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায়।

অপর দিকে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৫৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা।খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ( পিবিজিএমএস) জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৯ জন নারী পুরুষ শিশুকে আটক করা হয়েছে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে। এবং পুটখালী সীমান্ত থেকে আটককৃত মাকদদ্রব ব্যাটালিয়নে জমা দেওয়া হবে। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই