তারিখ : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেয়া হচ্ছে নতুন বই

গৌরীপুরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেয়া হচ্ছে বিনামুল্যের নতুন বই
[ভালুকা ডট কম : ১১ ডিসেম্বর]
শিক্ষার্থীদের মাঝে যথা সময়ে বিনামুল্যের নতুন বই হাতে তুলে দেয়ার জন্য ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই পৌঁছে দেয়া হচ্ছে। ইতোমধ্যে এ উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই পৌঁছে দেয়া হয়েছে এবং বাকী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই পৌঁছে দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল আলম জানান, এ উপজেলার ৩৮টি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর মাঝে বিনামুল্যের ৩ লক্ষ ৬৯ হাজার ১০ টি প্রাপ্ত বই যথা সময়ে বিতরনের জন্য ইতোমধ্যে পৌঁছে দেয়া হয়েছে। ১৭ টি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ৬৪ হাজার ৬২০ টি বই পৌঁছে দেয়ার কার্যক্রম বুধবার থেকে শুরু হবে। সকল প্রতিষ্ঠানে এক সপ্তাহের মধ্যে বই পৌঁছে দেয়ার কার্যক্রম শেষ হবে বলে জানান তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম খান জানান, এ উপজেলায় সরকারি প্রাথমিক স্কুলের সংখ্যা হচ্ছে ১৭৮টি ও কেজি স্কুল রয়েছে ৯০টি। ইতোমধ্যে শিশু শ্রেণি, ১ম, ২য় ও ৩য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪৭ হাজার সেট নতুন বই এসে পৌঁছেছে। ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই কয়েক দিনের মধ্যে পৌঁছে যাবে। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই