তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভোলা-৩,শান্তিপূর্ণ ভোটের দাবী শাওনের,অভিযোগ হাফিজের

ভোলা-৩,শান্তিপূর্ণ ভোটের দাবী শাওনের,অভিযোগ হাফিজের
[ভালুকা ডট কম : ৩০ ডিসেম্বর]
ভোলা-৩ (লালামোহন তজুমদ্দিন) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে অনুষ্টিত হয়েছে। তবে বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ এজেন্টে বের করে দেওয়া ও তাকে ভোট কেন্দ্রে যেতে না দেওয়ার অভিযোগ করেছেন। অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় সন্তোস প্রকাশ করেছেন।

রোববার দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলার ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শণ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে নুরুন্নবী চৌধুরী শাওন সন্তোষ প্রকাশ করে বলেন, এ আসনে সকলের সহযোগীতায় নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, ভোলা-৩ আসনের ইতিহাসে এরকম ভোটারের উপস্থিত আমি দেখিনি। দীর্ঘ দিন পর লালামোহন-তজুমদ্দিনের মানুষ মুক্ত পরিবেশে তারা তাদের পছন্দের প্রার্থীকে বাধাহীনভাবে ভোট দিতে পেরেছেন। রেকর্ড সংখ্যক ভোটার এবার ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছে। বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। কারন গত দশ বছরে আমি এ আসনের মানুষের সুখে-দঃুখে পাশে ছিলাম। তাই তারা আমাকে বিপুল ভোটে বিজয় করবেন বলে আমি শতভাগ নিশ্চিত।

অপর দিকে ভোলা-৩ আসনের বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, তাকে ভোটের দিনেও বাসা থেকে বের হতে দিচ্ছে না। তিনি তার ভোটাধিকারও প্রয়োগ করতে পারেননি। তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে প্রতিপক্ষরা।ভোলা-৩ আসনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৩ হাজার ৪শত ২৯ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১শত ১৫টি ।  



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নির্বাচন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই