তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ময়মনসিংহ-৩ আসনে জামানত হারালেন ৪ প্রার্থী

ময়মনসিংহ-৩ আসনে জামানত হারালেন ৪ প্রার্থী
[ভালুকা ডট কম : ০৩ জানুয়ারী]
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন রাজনৈতিক দলের ৪ প্রার্থী জামানত হারিয়েছেন। তাঁরা হলেন- ইসলামী আন্দোলনের প্রার্থী আয়ূব আলী হাতপাখা প্রতীকে প্রাপ্ত ভোট ১৮শ ৪২, জাকের পার্টির প্রার্থী গোলাম মোহাম্মদ গোলাপ ফুল প্রতীকে প্রাপ্ত ভোট ১৪শ ১৫, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হারুন আল বারী কাস্তে প্রতীকে প্রাপ্ত ভোট ৫৩৮ ও তরিকত ফেডারেশনের প্রার্থী প্রাণেশ পন্ডিত ফুলের মালা প্রতীকে প্রাপ্ত ভোট ৩০৫।

উল্লেখ্য এ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার মধ্যে মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ নৌকা প্রতীকে ১ লক্ষ ৫৯ হাজার ৩শ ভোট নির্বাচিত হয়েছেন। এদিকে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ২৪ হাজার ৫১৯ ভোট।

ময়মনসিংহ-৩ আসনের সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেন জানান, এ আসনের ৮৮টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ৩৪ হাজার ৫৯৫ জন। তারমধ্যে মোট কাস্টিং ভোটের সংখ্যা ছিল ১ লক্ষ ৯০ হাজার ২২৭ ভোট ও বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৩০৮। উল্লেখিত চার প্রার্থী প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাঁরা জামানত হারিয়েছেন বলে জানান তিনি। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নির্বাচন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই