তারিখ : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে প্রতারণার শিকার খামার মালিকেদের সংবাদ সম্মেলন

গফরগাঁওয়ে প্রতারণার শিকার খামার মালিকেদের সংবাদ সম্মেলন
[ভালুকা ডট কম : ২০ জানুয়ারী]
প্রতারকদের হাত থেকে রক্ষা পেতে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বীরখারুয়া গ্রামের শফিউল আলম খান ও সুজন নামে দুই দুগ্ধ খামার মালিক রোববার গফরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মাধ্যমে তারা এদাবী জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মায়ের আদর্শ ড্রেইরী ফার্ম মালিক শফিউল আলম খাঁন উল্লেখ্য ওকরে বলেন,পূর্ব পরিচিত গফরগাঁও উপজেলার উথুরী গ্রামের মৃত সোলাইমান সরকারের ছেলে মোঃ আরফাত মিয়া,ঢাকা মহাখালী নিউ ডিও এইচএস রোড নং-২৭,বাড়ি নং-৩৬৪ শাজাহান মিয়ার ছেলে মোঃ শামীম এবং পুরানা পল্টন(বন্ধু হোটেল) একেএস কনসানটেন্ট ফার্মের মোঃ আলামিন ব্যাংক থেকে এক কোটি চল্লিশ লাখ টাকা ইইএফ লোন করিয়ে দেওয়ার প্রস্তাব দেয়।প্রস্তাবে রাজি হওয়ার পর মায়ের আদর্শ ড্রেইরী ফার্ম মালিক শফিউল আলম খাঁনের কাছ থেকে ব্যাংকে জমা দেওয়ার কথা বলে মিউচ্যুয়াল ট্্রাস্ট ব্যাংক লিমিটেড –হিসাব নং-০৫০৭-০৩১০০৩৩০৯৩গফরগাঁও শাখার দুই বারে বারটি খালি চেকে স্বাক্ষর নেয়।তার মধ্যে লোন উত্তোলনের জন্য ছয়টি চেক ব্যাংকে জমা দিয়ে বাকী ছয়টি চেক না তাদের হাতে রেখে দেয়।কিছুদিন না যেতেই তাদের সাথে প্রতারণা করে মায়ের আদর্শ ড্রেইরী ফার্ম মালিক শফিউল আলম খাঁনের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে আদালতে  তিনটি চেকডিজঅনার মামলা দায়ের করেন আরাফাত,আলামি ও শামীম ।এঅবস্থায় প্রতারকদেও হাত থেকে বাঁচতে স্বরাষ্ট্রমন্ত্রী সুদৃষ্টি কামনা করেছেন তারা।এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতারণার শিকার আরেক খামার মালিক সুজন মিয়া।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

মিডিয়া বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই