বিস্তারিত বিষয়
নওগাঁয় বাইসাইকেলে ইট বহন করে সংসার চলে ওদের
নওগাঁয় বাইসাইকেলে ইট বহন করে সংসার চলে ওদের
[ভালুকা ডট কম : ১০ ফেব্রুয়ারী]
নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারটি গড়ে উঠেছে আত্রাই নদীর তীরে। পাশেই গড়ে উঠেছে দুটি ইটভাটা। ভাটা দুটির ইটের প্রধান ক্রেতা আশপাশের গ্রামের মানুষ। গ্রামের ভেতরের অধিকাংশ রাস্তাই কাঁচা ও সরু হওয়ায় ভ্যান-রিকশা চলাচলের উপযোগী নয়। তাই বিভিন্ন পণ্য পরিবহনে ব্যবহার করতে হয় বাইসাইকেল। যোগাযোগের ক্ষেত্রে বাইসাইকেলই এই জনপদের একমাত্র ভরসা।এ বাইসাইকেলে পণ্য পরিবহনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে একটি পেশা। কিছু মানুষ সারা বছর বাইসাইকেলে নানা পণ্য পরিবহন করেই জীবিকা নির্বাহ করে আসছে। তা দিয়েই চলে তাদের সংসার।
জানা যায়, এখানে বাইসাইকেল শ্রমিকদের সাতজনের একটি দল আছে। সাইকেলের মাঝখানে বিশেষ কায়দায় পাটের বস্তা ঝুলিয়ে ইট বহন করেন তারা। প্রতিটি সাইকেলে ৮০-৯০টি ইট নেয়া যায়। রাস্তা বেশ উঁচু-নিচু হওয়ায় পেছনে একজনকে ঠেলতে হয়। বাইসাইকেলে ইটসহ অনান্য পন্য পরিবহন করেই এদের সংসার চলে। বাইসাইকেলই এদের একমাত্র আয়ের উৎস।
বাইসাইকেল শ্রমিক জাকির হোসেন জানান, ভাটা থেকে প্রায় চার কিলোমিটার দূরে ইট বহনের কাজ করেন। প্রতি হাজার ইট ভাটা থেকে বাড়িতে পৌঁছে দিতে ১ হাজার টাকা নেন। তবে দূরত্ব অনুযায়ী ভাড়া কিছুটা কমবেশি হয়ে থাকে। প্রায় সারা বছরই তারা বাইসাইকেলে করে জীবিকা নির্বাহ করেন। সাইকেলই তাদের জীবিকা নির্বাহের একমাত্র উৎস।
আরেক বাইসাইকেল শ্রমিক ইনতাজ হোসেন, সুমন ও ফারুক হোসেন দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে জড়িত। তারা বলেন, একটি সাইকেলে প্রায় ৮০-৯০টি ইট নেয়া যায়। এ পরিমাণ ইটের ওজন প্রায় আট থেকে নয় মণ। ইটের মৌসুমে ইট বহনের কাজ করা হলেও অন্য সময়ে হাট-বাজারে ধান, সার ও সিমেন্টের বস্তা বহনের কাজ করেন তারা। এ থেকেই তাদের সংসার চলে।
হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শুকুর বলেন, এই বাইসাইকেল চালিয়ে যে পরিমাণ আয় হয়, তা দিয়ে একটি সংসার খুব ভালোভাবে চলে যায়। এলাকার বেশ কয়েকটি পরিবারের সদস্য এ পেশায় সার্বক্ষণিক নিয়োজিত আছে। তবে এই এলাকার রাস্তাঘাটগুলো সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। বরাদ্দ ও অনুমোদন পেলেই কাজগুলো শুরু করবো।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
লাইফস্টাইল বিভাগের অন্যান্য সংবাদ
-
নওগাঁয় বাইসাইকেলে ইট বহন করে সংসার চলে ওদের [ প্রকাশকাল : ১০ ফেব্রুয়ারী ২০১৯ ০৭.৫২ অপরাহ্ন]
-
লাশের ঘনিষ্ঠ বন্ধু মইন আলী [ প্রকাশকাল : ০৫ ফেব্রুয়ারী ২০১৯ ০৫.৩৮ অপরাহ্ন]
-
ময়মনসিংহ-৭,নিজের টাকা খরচ করে নৌকার প্রচারনার মাঠে [ প্রকাশকাল : ২০ ডিসেম্বর ২০১৮ ০৬.৫০ অপরাহ্ন]
-
শখের বাগান করে স্বাবলম্বী নওগাঁর সোহেল রানা [ প্রকাশকাল : ০৪ ডিসেম্বর ২০১৮ ০৭.১০ অপরাহ্ন]
-
নান্দাইলের ঐতিহ্যবাহি ঢেঁকি শিল্প আজ বিলুপ্তির পথে [ প্রকাশকাল : ০৩ ডিসেম্বর ২০১৮ ০৬.৪১ অপরাহ্ন]
-
নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী ১শত ৮কক্ষের মাটির বাড়ি [ প্রকাশকাল : ২৪ নভেম্বর ২০১৮ ০৫.৩০ অপরাহ্ন]
-
রাণীনগরে খেজুর গাছের রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা [ প্রকাশকাল : ২০ নভেম্বর ২০১৮ ০৭.১২ অপরাহ্ন]
-
আজমীরা চায়ের স্টলের গল্প [ প্রকাশকাল : ১৮ নভেম্বর ২০১৮ ১০.৪২ পুর্বাহ্ন]
-
রাণীনগরে রুলিবালা তৈরী করে সংসারে স্বচ্ছলতা এনেছে গৃহবধূরা [ প্রকাশকাল : ১৬ নভেম্বর ২০১৮ ০৯.০৮ পুর্বাহ্ন]
-
রাণীনগরের সানজিদা পরিত্যাক্ত জমিতে সবজি চাষ করে স্বাবলম্বী [ প্রকাশকাল : ০৮ নভেম্বর ২০১৮ ১১.০৮ পুর্বাহ্ন]
-
হালুয়াঘাটে প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে সালমান [ প্রকাশকাল : ২৭ অক্টোবর ২০১৮ ০৭.০৮ অপরাহ্ন]
-
বৈচিত্র্যপূর্ণ শীতঋতু,গ্রামে চলছে প্রাণোচ্ছলতার আয়োজন খেজুর রস [ প্রকাশকাল : ২৬ অক্টোবর ২০১৮ ০৫.৪৩ অপরাহ্ন]
-
গ্রামের একটি তৃণমূল বীরের বাদ্যযন্ত্র নিয়েই আত্ম কাহিনী [ প্রকাশকাল : ২১ অক্টোবর ২০১৮ ০৭.০০ অপরাহ্ন]
-
আত্রাইয়ে ভরা মৌসুমেও মাছের সংকট,নেই ব্যস্ততা শুটকি পল্লীতে [ প্রকাশকাল : ১৭ অক্টোবর ২০১৮ ১০.০৮ পুর্বাহ্ন]
-
নওগাঁর সুস্বাদু কুমড়া বড়ি চালান হচ্ছে দেশের বিভিন্ন স্থানে [ প্রকাশকাল : ০৮ অক্টোবর ২০১৮ ০৭.৩০ অপরাহ্ন]