তারিখ : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ড. জোহা ও তপনের গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদ

ড. জোহা ও তপনের গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদ
[ভালুকা ডট কম : ১৪ ফেব্রুয়ারী]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. শহীদ শামসুজ্জোহা ও সাম্প্রদায়িক শক্তির হাতে নিহত হওয়া শহীদ তপনের গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি সংসদের নেতাকর্মীরা। সেই সঙ্গে এমন ঘূণ্য অপকর্মের যথাযথ ব্যাখার দাবি জানায় সংগঠনটি। বৃহষ্পতিবার (১৪ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় দলীয় টেন্টে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র মোহন্ত বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পেছনে ড. জোহা ও তপনের গ্রাফিতি করা হয়েছিল। কিন্তু গতকাল (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সেই গ্রাফিতি মুছে দেওয়া হয়। যা তাদের প্রতি অসম্মান প্রদর্শন ও ন্যাক্কারজনক ঘটনা। তাই অবিলম্বে এই ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এবিষয়ে ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি শাকিলা খাতুন বলেন, কে বা কারা আমাদের করা গ্রাফিতি মুছে ফেলেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানিয়েছি। আমরা চাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা।এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, আমি বিষয়টি শুনেছি। তদন্ত করে পরবর্তীতে খতিয়ে দেখা হবে। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই