তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় ফ্রী মেডিকেল ক্যাম্প

ভালুকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প
[ভালুকা ডট কম : ২৪ ফেব্রুয়ারী]
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভালুকা উপজেলার মল্লিকবাড়ী বাজার শহীদ নাজিম উদ্দিন হাইস্কুল এন্ড কলেজে ফ্রী মেডিকেল ক্যাম্পের  আয়োজন করা হয়। ভালুকা মাস্টার হাসপাতালের উদ্যোগে ২৪শে ফেব্রুয়ারী রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে বাত, ব্যথা ও প্যারালাইসিস রোগীদের চিকিৎসা, ডেন্টাল চেকআপ ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। ক্যাম্প পরিচালনায় ছিলেন শহীদ নাজিম উদ্দিন হাইস্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

ফ্রী মেডিকেল ক্যাম্পে মল্লিক বাড়ী বাজার ও আশেপাশের এলাকা থেকে আগত শতাধিক রোগী চিকিৎসা নেন। ছাত্রছাত্রীরা ব্লাডগ্রুপ পরীক্ষায় অংশ নেয়। বাত, ব্যথা, প্যারালাইসিস ও মেডিসিন রোগীদের চিকিৎসা দেন মাস্টার হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ফরিদ উজ জামান এবং দন্তরোগের চিকিৎসা দেন মাস্টার হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ জুনায়েদ হোসেন। ব্লাড গ্রুপ পরীক্ষা করেন মাস্টার হাসপাতালের সুদক্ষ প্যাথলজিস্ট  মোঃ সুমন খান, হাবিবুর রহমান মাসুম ও সালমা আক্তার। এছাড়া মাস্টার হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ফ্রী মেডিকেল ক্যাম্পের বিভিন্ন দায়িত্ব পালন করেন।

মাস্টার হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মুশফিকুর রহমান ফ্রী মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী রোগী, শহীদ নাজিম উদ্দিন হাইস্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষক, ছাত্রছাত্রী এলাকাবাসী ও মাস্টার হাসপাতালের সকল স্টাফদের কর্মসূচি সফল ভাবে সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা জানান। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই