তারিখ : ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় স্কুল মাঠ দখল করে ঘর নির্মাণ,প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভালুকায় স্কুল মাঠ দখল করে ঘর নির্মাণ,প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ  
[ভালুকা ডট কম : ২৫ ফেব্রুয়ারী]
ভালুকা উপজেলার লোহাবই এ, এইচ, সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠের জমি দখল করে ঘর নির্মাণ ও স্কুল রোমের বারান্দায় টিনের বেড়া দেওয়ার প্রতিবাদে ২৫ ফেব্রুয়ারী সোমবার সকালে স্কুল মাঠে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

জানা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবই এ, এইচ, সরকার বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৭৩ সালে স্থাপিত হয়ে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৪শতাধিক শিক্ষার্থী নিয়ে অত্যান্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চলে আসছে। গত ৮ ফেব্রুয়ারী রাতে মাজেদুল হক সবুজ জোরপূর্বক দুইটি ঘর নির্মাণ ও স্কুল রোমের বারান্দায় টিনের বেড়া দেন। এঘটনায় ৯ ফেব্রুয়ারী স্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চান মিয়াকে দায়িত্বদেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভালুকা মডেল থানা পুলিশ সহ সরে জমিনে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। দুই সপ্তাহের মধ্যে স্কুল মাঠ থেকে অবৈধ ঘর দুইটি উচ্ছেদ না করায়, প্রতিবাদে স্কুল মাঠের জমি দখল করে ঘর নির্মাণ ও স্কুল রোমের বারান্দায় টিনের বেড়া দেওয়ায় ২৫ ফেব্রুয়ারী সোমবার সকালে স্কুল মাঠে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

স্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান জানান, ওই স্কুলের ৩২ শতাংশ জমি নিজের দাবী করে ভালুকা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্ধা সিরাজুল হকের ছেলে মাজেদুল হক সবুজ স্থানীয় ইউ.পি চেয়ারম্যানের কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সাবেক ইউ.পি চেয়ারম্যান মৃত নূরুল মাউফ খান মোমেন স্কুল কর্তৃপক্ষ ও বাদীকে নিয়া স্থানীয় ভাবে শালিশে বসিলে বাদী পক্ষ ওই জমির সঠিক কাগজ পত্র উপস্থাপন করতে না পারায় জমিটি স্কুলের সঠিক বলে ইউ.পি চেয়ারম্যান রায় দেন। তারপরও বিভিন্ন সময় সবুজ ওই জমিটি দখলে নেওয়ার চেষ্ঠা করে, গত ৮ ফেব্রুয়ারী রাতে জোরপূর্বক স্কুল মাঠের উপর দুইটি ঘর নির্মাণ ও স্কুল রোমের বারান্দায় টিনের বেড়া দেন। স্কুল মাঠে ঘর নির্মাণ করায় শিক্ষার্থীরা মাঠে খেলা ধুলা করতে পারছে না ও বারান্দায় বেড়া দেওয়ায় স্কুলে প্রবেশে বাঁধার সৃষ্টি হয়ে শিক্ষার পরিবেশ ব্যহত হচ্ছে।

অভিযুক্ত মাজেদুল হক সবুজ জানান, আমাদের জমি স্কুল কর্তৃপক্ষ দখল করে রেখেছিল। আমি আমার জমিতেই বাড়ী নির্মাণ করেছি।উপজেলা শিক্ষা অফিসার চান মিয়া জানান, বিষয়টি সরজমিনে গিয়ে ঘর নির্মাণটি দেখতে পেয়েছি। আইনি প্রক্রিয়ায় তা উচ্ছেদ করা হবে।  উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল বলেন, এব্যাপারে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই