তারিখ : ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় বসতবাড়ী হামলা ভাংচুর ও লুটপাট

৫টি পরিবার খোলা আকাশের নিচে
ভালুকায় বসতবাড়ী হামলা ভাংচুর ও লুটপাট   
[ভালুকা ডট কম : ২৫ ফেব্রুয়ারী]
ভালুকায় জমি দখলে নেয়ার জন্য বসতবাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে ২৫ ফেব্রুয়ারী সোমবার বিকালে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর গ্রামে।

জানা যায়, উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর গ্রামে শামছুল পাঠান গংদের সাথে প্রতিবেশী মৃত আশরাফ আলীর ছেলে আব্দুছ ছাত্তার ও জয়নাল গংদের ধামশুর মৌজার ৭৩৮ নং দাগে ২ একর ৫০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকালে জয়নাল ও আব্দুছ ছাত্তার তার ছেলে সাদেক ও রশিদের নেতৃত্বে দেড় শতাধিক সন্ত্রাসী নিয়ে শামছুল পাঠান, জয়নব বিবি, সমতা, জমিলা, শিরিনার বশতবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় হামলাকারীরা বাড়ীঘরের মালামাল লুট করে নিয়ে যায়। ওই সময় হামলাকারীরা বসত ঘরের ভিটে কুপিয়ে অস্তিত্বহীন করে ফেলে।

শামছুল পাঠান জানান, জয়নাল, আব্দুছ ছাত্তার, সাদেক ও রশিদের নেতৃত্বে দেড় শতাধিক সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়ীঘরে দা লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালালে আমরা বাড়ী থেকে দৌড়ে পালিয়ে আত্নরক্ষা করি। এসময় হামলাকারীরা টিনের ভেড়া টিনের চালা ঘর ভেঙ্গে ৪টি পিকআপ গাড়িতে ভরে ঘরের টিন, কাথাঁ, বালিশ, লেপ, তুষক, থালা বাসন, হাড়িপাতিল, পড়নের কাপড় চোপরসহ সবকিছু লুট করে নিয়ে যায়। আজ রাতে আমাদের পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে। আমরা থানায় মামলা করতে যেতে পারছি না সন্ত্রাসীদের ভয়ে। শিরিনা জানান, আমার সন্তান না হওয়ায় আমি একটি মেয়ে সন্তান লালন পালন করছি। এই সন্তানের দুধের পেকেট পর্যন্ত হামলাকারীরা নিয়ে যায়।

ফোনে অভিযুক্ত জয়নালের কাছে হামলার কথা জানতে চাইলে সে হামলার কথা অস্বীকার করে ফোনটি কেটেদেন। পরে আর ফোন কল রিসিভ করেননি।স্থানীয় ইউ.পি মেম্বার আছমত আলী জানান, ভাংচুরের ঘটনাটি আমি শুনেছি। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার জানান, ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই