তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

সীমান্ত এলাকা থেকে ৬৬০ বোতল ফেন্সিডিল আটক

সীমান্ত এলাকা থেকে ৬৬০ বোতল ফেন্সিডিল আটক করেছে ১৪ বিজিবি
[ভালুকা ডট কম : ২৭ ফেব্রুয়ারী]
১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধীনস্থ কালুপাড়া বিওপি’র বাদদিঘী এলাকায় ও শীতলমাঠ বিওপি’র কুমড়াইল এলাকায় বুধবার পৃথক পৃথক অভিযান চালিয়ে প্রায় পৌনে ৩লক্ষ টাকা মূল্যের ৬৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে বিজিবি টহলদল।

জানাগেছে, ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধীনস্থ কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিঃ মোঃ লিটনের নেতৃত্বে একটি টহলদল বুধবার সকাল আনু ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭১/৯-এস হতে আনুঃ ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার বাদদিঘী এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় ফেন্সিডিল (প্রতি বোতল ১০০ মিঃ লিঃ) আটক করে। যার সিজার মূল্য ৪৪ হাজার টাকা। এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ফেন্সিডিল ফেলে দৌঁড়ে পালিয়ে যাওয়ায় টহল দল তাদের কাউকে আটক বা সনাক্ত করতে সক্ষম হয়নি। প্রচলিত নিয়ম অনুযায়ী উক্ত আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

এর আগে বুধবার ভোর রাত আনুঃ ৩টায় একই বিওপি’র টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ আব্দুল আজিম এর নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুঃ ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী এলাকায় অভিযান চালিয়ে ৪২০ বোতল (প্রতি বোতল ১০০ মিঃ লিঃ) ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার সিজার মূল্য ১লক্ষ ৬৮হাজার টাকা। এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ধামইরহাট উপজেলার রুপনারায়নপুর এলাকার ধরুয়া মন্ডলের ছেলে মোঃ মিলন (৩০), মৃত-আলিম মিয়ার ছেলে মোঃ নাজমুল হোসেন (৩৫), মোঃ এনামুলের ছেলে মাহাবুল (২৬) এবং মোঃ আঃ সাত্তারের ছেলে মোঃ এরশাদুলল (২৮) নামে ৪জন মাদক চোরাকারবারী ফেন্সিডিল ফেলে দৌঁড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হয়নি বিজিবি।

অপরদিকে একই দিন ভোর রাত আনু সাড়ে ৪টায় ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধীনস্থ শীতলমাঠ বিওপি’র টহল কমান্ডার সুবেঃ মোঃ রহমত উলল্লাহর নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৫৬ হতে আনুঃ ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমড়াইল এলাকায় অভিযান চালিয়ে ১৩০ বোতল (প্রতি বোতল ১০০ মিঃ লিঃ) ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার সিজার মূল্য ৫২হাজার টাকা। এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর এলাকার মোঃ সেকেন্দার (৫০) ও মোঃ সিদ্দিক (৪০) নামে ২জন মাদক চোরাকারবারী ফেন্সিডিল ফেলে দৌঁড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হয়নি বিজিবি।

আটককৃত ফেন্সিডিলসহ পলাতক আসামীদের বিরুদ্ধে নিকটস্থ থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ১৪ বিজিবি পত্নীতলা ক্যাম্প সূত্রে জানাগেছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই