তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে ২০ জনের মনোনয়ন দাখিল

গৌরীপুরে চেয়ারম্যান পদে ৪ ও ভাইস চেয়ারম্যান পদে ১৬ জনের মনোনয়ন দাখিল
[ভালুকা ডট কম : ০৪ মার্চ]
ময়মনসিংহের গৌরীপুরে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ ) ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (০৪ মার্চ) মনোনয়ন দাখিলের শেষ দিন উৎসব মুখর পরিবেশে গৌরীপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তিনটি পদে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার ও গৌরীপুর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের সহকারি রিটানিং অফিসার সোমা যাদব সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেছেন।

উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান, বর্তমান উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের ছোট ভাই এডভোকেট কামরুল হাসান খান কিরন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হক, সাবেক পৌর কাউন্সিলর আবু সাঈদ মো. ফারুকুজ্জামান, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ওরফে রফিক বোকাইনগরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. সোহেল রানা, সাবেক যুবলীগ নেতা মো. রেজাউল করিম, আবু সাদেক খন্দকার, কৃষকলীগ নেতা হারুন অর রশিদ পবিত্র, গৌরীপুর সরকারি কলেজের সাবেক জিএস মুজিবুর রহমান, এডভোকেট কাজল মিয়া, মো. কামাল হোসেন, জাতীয় পার্টির নেতা জহিরুল হুদা লিটন।

ভাইস চেয়ারম্যান মহিলা পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেযারম্যান উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, সাবেক ছাত্রলীগ নেত্রী সালমা আক্তার রুবি, উপজেলা মহিলা শ্রমিকলীগ নেতা তাছলিমা আক্তার কলি, মোছা. আঙ্গুরা আক্তার, মোছা. নূর জাহান বেগম।

গৌরীপুর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের সহকারি রিটানিং অফিসার সোমা যাদব জানান, গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন তারিখ আগামী ৩১ মার্চ (রবিবার) ধার্য করা হয়েছে। জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও গৌরীপুর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের রিটানিং অফিসার দেওয়ান সারওয়ার জাহান এক গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। গণ বিজ্ঞপ্তিতে এ উপজেলায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ৬ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ ও ভোট গ্রহনের তারিখ ৩১ মার্চ ধার্য করা হয়েছে বলে জানান তিনি। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নির্বাচন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই