তারিখ : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর

স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দিয়ে শ্বশুর-শ্বাশুড়ির বিরুদ্ধে চুরির মামলা দিলেন জামাই
[ভালুকা ডট কম : ০৮ মার্চ]
রুনা আক্তার (২০) নামে এক সন্তানের জননীকে যৌতুকের টাকার জন্য মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেন তার স্বামী কালা চাঁন মিয়া (২২)। এদিকে স্বামীর অত্যাচার-নির্য়াতন সহ্য করতে না পেরে থানায় অভিযোগ করেন রুনা। থানায় অভিযোগ করায় ক্ষুব্দ কালা চাঁন বাদী হয়ে তার প্রতিবন্ধী শ্বশুর, শ্বাশুড়ি, সমন্ধী ও মামা শ্বশুরের নামে আদালতে চুরির মামলা দায়ের করেছেন। এ মামলায় ১নং স্বাক্ষী করা হয়েছে রুনাকে অথচ তিনি কোন কিছু জানেন না। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষ্ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এ উপজেলার ইছুলিয়া গ্রামের প্রতিবন্ধী তারা মিয়ার মেয়ে রুনা আক্তার সাংবাদিকদের জানান, পাশ্ববর্তী কৃষ্ণপুর গ্রামের আরশেদ আলীর ছেলে কালা চাঁনের সঙ্গে প্রায় দেড় বছর পূর্বে বিয়ে হয় তার। বিয়ের পর থেকেই তার স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যরা বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য মারধরসহ নানা অত্যাচার-নির্যাতন করে আসছিলেন। এরই মধ্যে তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তান জন্ম লাভ করে। এদিকে টাকা দিতে ব্যর্থ হওয়ায় ১৭ ফেব্রুয়ারি রুনাকে মারধর করে তার তিন মাস বয়সী শিশু সন্তানসহ বাপের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রুনা আক্তার এ অত্যাচার-নির্যাতনের ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে গৌরীপুর থানার একটি অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগ করায় ক্ষুব্দ কালা চাঁন ১ মার্চ তার প্রতিবন্ধী শ্বশুর, শ্বাশুড়ি, সমন্ধী ও মামা শ্বশুরের নামে আদালতে চুরির মামলা দায়ের করেন। (ময়মনসিংহের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্টেট গৌরীপুর অঞ্চল আদালতে মোকদ্দমা নং-১৪৬, তাং-০১/০৩/১৯ ইং)। এ মামলায় ১ নং সাক্ষী করা হয়েছে তার স্ত্রী রুনাকে। এ মামলার বিষয়ে রুনা জানান, প্রতিবন্ধী বাবা ও তার পরিবারের সদস্যদের হয়রানীর জন্য তার স্বামী আদালতে মিথ্যা চুরির মামলা দায়ের করেন।

এ ঘটনায় কালা চাঁন সাংবাদিকদের সাথে তার স্ত্রীকে মারধর ও তাড়িয়ে দেয়ার কথা অস্বীকার করে জানান, রুনা তার সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে বাপের বাড়িতে চলে গেছে।স্থানীয় লোকজন জানান, কালা চাঁন ও তার পরিবারের সদস্য এলাকায় দাঙ্গাবাজ প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধে বিভিন্ন অসামজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, স্বামীর অত্যাচার-নির্যাতনের ঘটনায় রুনা আক্তার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত কার্যক্রম শেষ হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নারী ও শিশু বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই