তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নওগাঁর ১০টির মধ্যে ৪টিতে আওয়ামীলীগের কাছে নৌকার পরাজয়

নওগাঁর ১০টি উপজেলার মধ্যে ৪টিতে আওয়ামীলীগের কাছে নৌকার পরাজয়
[ভালুকা ডট কম : ১৯ মার্চ]
দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর ১০ উপজেলায় চেয়ারম্যান পদে ৬টিতে আওয়ামী লীগ ও ৪টিতে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ধামইরহাটে আওয়ামী লীগের আজাহার আলী (নৌকা) ৩৫ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন (কাপ প্রিচ) পেয়েছেন ১৫ হাজার ৩৯৩ ভোট।

পত্নীতলায় আওয়ামী লীগের আব্দুল গাফফার (নৌকা) ৬২ হাজার ৯৯২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম (ঘোড়া) পেয়েছেন ৯ হাজার ৭৬৫ ভোট।

বদলগাছীতে স্বতন্ত্র প্রার্থী সামসুল আলম (ঘোড়া) ৩৯ হাজার ২২৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের আবু খালেদ (নৌকা) পেয়েছেন ২০ হাজার ৭১৫ ভোট।

সাপাহারে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী (আনারস) ৫০ হাজার ৯৩৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের সামসুল আলম (নৌকা) পেয়েছেন ২৪ হাজার ১৫১ ভোট।

পোরশায় স্বতন্ত্র প্রার্থী শাহ মুঞ্জুর মোরশেদ চৌধুরী (আনারস) ৪২ হাজার ৮৯৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের আনোয়ারুল হক পেয়েছেন (নৌকা) ২১ হাজার ৬৬৮ ভোট।

রাণীনগরে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হেলাল ৩৭ হাজার ৯৭৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের আনোয়ার হোসেন (নৌকা) পেয়েছেন ১৩ হাজার ৪৪১ ভোট।

মান্দায় আওয়ামী লীগের প্রার্থী সরদার জসিম উদ্দিন (নৌকা) ৬৭ হাজার ৭৬৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী  আহসান হাবীব (আনারস) পেয়েছেন ৩ হাজার ৮১৭ ভোট।

নিয়ামতপুরে আওয়ামী লীগের প্রার্থী ফরিদ আহমেদ (নৌকা) ৮০ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সদরুল হাসান (ঘোড়া) পেয়েছেন ১৯ হাজার ৭৫৬ ভোট।

আত্রাইয়ে আওয়ামী লীগের প্রার্থী এবাদুর রহমান (নৌকা) ৩৯ হাজার ৮০০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান (আনারস) পেয়েছেন ১২ হাজার ৯০৬ ভোট।

মহাদেবপুরে আওয়ামী লীগের প্রার্থী আহসান হাবীব (নৌকা) ৬৮ হাজার ৩৬৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জাভেদ আলী (টেলিফোন) পেয়েছেন ৪ হাজার ২৬১ ভোট।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সোমবার ভোট গ্রহন ও গননা শেষে স্ব-স্ব উপজেলার উপজেলা রিটানিং কর্মকর্তাগন বেসরকারী ভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষনা করেন। এর আগে নির্ধারিত সময় সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে। অধিকাংশ কেন্দ্রেই লম্বা লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষন অপেক্ষা করে ভোটাররা ভোট প্রদান করেন।

এদিকে নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় একক প্রার্থীদের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। অন্য ১০টি উপজেলায় চেয়ারম্যান পদে ৩৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, জেলার ১০ উপজেলায় সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নির্বাচন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই