তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

বিষাক্ত মদ পানে রাবির দুই শিক্ষার্থীর মৃত্যু

বিষাক্ত মদ পানে রাবির দুই শিক্ষার্থীর মৃত্যু
[ভালুকা ডট কম : ০৭ এপ্রিল]
বিষাক্ত মদ পানে অসুস্থ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে তারা মদ খেয়ে অসুস্থ হয়ে গতকাল রোববার ভোরে মারা যায়। এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর হুমায়ন কবীর।

নিহত শিক্ষার্থীরা হলেন, আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম রাফিদ খান তূর্য। সে নগরীর মুন্নাফের মোড় এলকায় সালফা বিন ছাত্রাবাসে থাকতেন। তার বাসা খুলনা জেলার দৌলতপুত এলকায়। তুর্যরায় অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে একই এলাকার সাইদ টাওয়ার মেসে থাকতেন। তারা বাসা নীলফামারি জেলার ডোমারে।

সহকারী প্রক্টর জানান, মদ খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। রাফিদ খান তূর্য মেসেই আজ সকাল ৫টায় এবং তুর্যরায়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার পথে ৭টায় মৃত্যু  হয় । তাদের সাথে মদ পানে রুয়েটের এক শিক্ষার্থী অসুস্থ হয়েছেন বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা দু’জনই মদ পানে অসুস্থ হয়ে মারা গেছে। পোস্ট মার্টেম এর রিপোর্ট পাওয়া গেলে সঠিক তথ্য জানা যাবে বলে জানান তিনি।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই