তারিখ : ১৭ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান কর্মসূচি

রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
[ভালুকা ডট কম : ০৭ এপ্রিল]
কেন্দ্রীয় গ্রন্থাগারে নিজস্ব বই নিয়ে প্রবেশের অনুমতির দাবিতে গ্রন্থাগারের সামনে অবস্থান নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

রবিবার সকাল ৯টার দিকে ফটক বন্ধ করে দিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী গ্রন্থাগারের সামনে বসে অবস্থান নেন। এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। ফলে শিক্ষার্থীরা গ্রন্থগারের ভেতর প্রবেশ করতে পারেনী।আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজন ‘গ্রন্থাগারে নিজস্ব বই নিয়ে পড়তে চাই’ লেখা প্লেকার্ড প্রদর্শন করেন। কেউ কেউ গ্রন্থাগারের সামনে বই নিয়ে পড়তে বসে যান।

অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে গ্রন্থাগারে নিজস্ব বই নিয়ে ঢোকার অনুমতি, অধ্যয়ন সময় বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে। আজকে এখন পর্যন্ত আমাদেও সঙ্গে তাঁদের কেউ কথা বলেনি। আমাদের দাবি মানা না পর্যন্ত আমরা এখানে থাকব।

জানতে চাইলে কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক সুভাষ চন্দ্র শীল বলেন,আমি অবস্থানরতদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু তাঁরা উপাচার্য ছাড়া আর কারও কথা শুনতে রাজি না ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই