তারিখ : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকার সেই কৃষক ২৪ঘন্টায় পেলেন পল্লী বিদ্যুতের সংযোগ

ভালুকার সেই নিরীহ কৃষক ২৪ঘন্টায় পেলেন পল্লী বিদ্যুতের সংযোগ
[ভালুকা ডট কম : ২৪ এপ্রিল]
ভালুকায় পল্লী বিদ্যুতের গ্রাহক না হয়েও বিদ্যুতের মিথ্যে মামলায় উপজেলার বিরুনীয়া গ্রামের অতি সাধারণ,নিরীহ কৃষক মুসলিম উদ্দিন মন্ডলের ছেলে মোঃ জালাল উদ্দিন মন্ডলকে (৫০) তিন দিন হাজত বাস করেছেন। হাজত বাসের পর হয়রানীর শিকার ব্যক্তির ভাতিজা রিপন মঙ্গলবার মামলার কপির জন্য ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ অফিসে গেলে তাঁকে কোন সহযোগীতা করা হয়নি বলে তার অভিযোগ। হাজতবাসের উছিলায় ২৪ঘন্টার মাঝে পল্লী বিদ্যুতের সংযোগ পেলেন ক্ষতিগ্রস্থ কৃষক।

ভালুকা ডট কম অনলাইন পত্রিকায় "ভালুকায় পল্লী বিদ্যুতের মিথ্যে মামলায় কৃষকের হাজতবাস" শিরোনামে ছবিসহ একটি সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি পল্লী বিদ্যুৎ চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ হয়। তিনি সাথে সাথেই ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২এর জিএমকে সরেজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে আর্থিক ভাবে সহযোগিতা করার জন্য নির্দেশ দেন।

যে জিএম দুপুর বেলা ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে একটি মামলার ফটো কপি দেননি তিনি,এজিএম (কম),এজিএম (অর্থ)সহ পল্লী বিদ্যুতের বিশাল বাহিনী নিয়ে জালাল উদ্দিনের বাড়িতে রাতে ছুটি যান। পল্লী বিদ্যুতের জিএম ওই বাড়িতে উপস্থিত হলে স্থানীয় শত শত লোকজনের তোপের মুখে পড়েন। পরে জিএম পল্লী বিদ্যুৎ এর পক্ষ থেকে জালাল উদ্দিনের কাছে দুঃখ প্রকাশ করে তাঁকে নগদ পনের হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন। জালাল উদ্দিনের বাড়িটি শতভাগ বিদ্যুতায়নের নির্মাণাধিন একটি বিদ্যুৎ লাইনের আওতায় ছিল। বুধবার দিনের মাঝে জালাল উদ্দিনসহ ওই এলাকার ৪৬জন গ্রহককে বিদ্যুৎ সংযোগের প্রতিশ্রুতি দিয়ে আসেন পল্লী বিদ্যুতের জিএম।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিকাল বুধবার ৫টা পর্যন্ত বেশ অধিকাংশ ঘরেই বিদ্যুতের মিটার লাগানো হয়ে গেছে রাতের মাঝেই পুরো এলাকায় সংযোগ দেয়া হয়ে যাবে বলে এজিএম(অর্থ) বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২(ভালুকা) এর এজিএম (অর্থ) তুহিন রহমান জানান, ভূক্তভোগি ব্যক্তিকে মামলার কপি দিতে জিএম স্যারের নিষেধ থাকায় তা দেয়া সম্ভব হয়নি।ওই এলাকায় ৪৬জন গ্রাহকে বুধবার রাতের মাঝে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই