তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নান্দাইলে ইউপি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম

নাম্বারবিহীন ইট ও বালুর পরিবর্তে মাটি
নান্দাইলে ইউপি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম
[ভালুকা ডট কম : ২৫ এপ্রিল]
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নে ইউপি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সরজমিন গিয়ে দেখা যায়, জলহরি মোড় থেকে উক্ত ইউপি’র বর্তমান চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত এক হাজার মিটার রাস্তায় হেরিং বন্ড করার জন্য উন্নয়ন কাজ চলছে। নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর (পিআইও) থেকে এই প্রকল্প প্রদান করা হয়েছে।

উক্ত রাস্তা নির্মাণে প্রায় ২২ লাখ টাকা বরাদ্দ প্রদানে  একটি ঠিকাদারী প্রতিষ্ঠান তা বাস্তবায়ন করছেন। তবে রাস্তায় নাম্বারবিহীন দূর্বল ইট ও বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হচ্ছে। এতে স্থানীয় জনগণ তীব্র নিন্দা সহ ক্ষোভ প্রকাশ করে জানান, উন্নয়নের নামে হরিলুট কবে বন্ধ হবে। তারা জানান রাস্তায় নিম্মমানের কাজ করা হলে বৎসর যেতে না যেতেই তা আবার ভেঙ্গে দিয়ে দূর্ভোগে পড়তে হয়।তাছাড়া এক রাস্তায় বার বার পুন:নির্মাণ কাজ করালে সরকারের রাজস্বও ব্যয় হয় এতে করে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ হবে।

এ ব্যাপারে গাংগাইল ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাদেক হোসাইন জানান, সরকারের টাকা অপচয়রোধ কল্পে কাজের সঠিক গূণগত মান বাস্তবায়ন করা প্রয়োজন। অপরদিকে ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।#




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অনুসন্ধানী প্রতিবেদন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই