তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে শিক্ষকদের বিক্ষোভ, মানববন্ধন

গৌরীপুরে শিক্ষকদের বিক্ষোভ, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ
[ভালুকা ডট কম : ২৫ এপ্রিল]
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেছেন স্থানীয় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে এ প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হকের সঞ্চালনায় এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ হোসেন, শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম চন্দ্র রায়, বালিজুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, মাওহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শালিহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবু সাঈদ, ধূরুয়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন, পাছার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক, বড়ভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন শিক্ষক-কর্মচারীগণ।  গৌরীপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ এতে অংশগ্রহন করেন। #

 



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই