তারিখ : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গরমে শিশুর অসুখ ও করণীয়

গরমে শিশুর অসুখ ও করণীয়
[ভালুকা ডট কম : ০১ মে]
এখন গ্রীষ্মকাল। প্রচন্ড গরমে সবার প্রাণ ওষ্ঠাগত। শিশুদের শরীরে বিপাক ক্রিয়া বেশি ফলে বড়দের চেয়ে শিশুদের গরম অনেক বেশি। এই গরমে শিশুদের নানাবিধ অসুখ বিসুখ হয়। নীচে কিছু অসুখ বিসুখ ও করণীয় সম্পর্কে আলোচনা করা হলো।

১। পানিশূন্যতা – গরমে শরীর ঘেমে পানি ও লবণ বের হয়ে পানিশূন্যতা হতে পারে।
২। জ্বর –ঘাম বসে গিয়ে তাদের ঠান্ডা লাগতে পারে। অতিরিক্ত ফ্যানের বাতাসেও ঠান্ডা ও জ্বর হতে পারে।
৩। বমি ও ডায়রিয়া – অস্বাস্থ্যকর বাসি পঁচা খাবার ও দূষিত পানিতে বমি ও ডায়রিয়া হতে পারে।
৪। ত্বকে এলার্জি – জীবাণু সংক্রমণ, ঘামাচি বা এলার্জি হতে পারে।
৫।  ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে।
৬। হিটস্ট্রোক – অতিরিক্ত গরমে শিশুদেরও হিটস্ট্রোক হতে পারে।

গরমে শিশুদের করণীয়
১। নিয়মিত গোসল করানো।
২।পাতলা  সুতি জামা পরানো।
৩। প্রচুর বিশুদ্ধ পানি ও তরল খাবার।
৪। ম্যালেরিয়া ও ডেংগু প্রতিরোধে বাড়িঘর ও আশেপাশের পরিষ্কার রাখা।
৫। গরমে কসমেটিক বা কোন প্রকার তেল মালিশ না করা।  
৬। শিশুর গোসলে মৃদু সাবান ব্যবহার।
৭। শরীরে পাউডার না লাগানো।
৮। শিশুর চুল কেটে ছোট অথবা মাথা ন্যাড়া করা।
৯। ক্রস ভেন্টিলেশনের জন্য শিশুর বেডরুমের জানালা খোলা রাখা।
১০। ম্যালেরিয়া ও ডেংগু প্রতিরোধে মশারী ব্যবহার করা।
 এসব নিয়মগুলো অনুসরণ করলে শিশুরা অনেক অসুখ বিসুখ থেকে রক্ষা পাবে। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নারী ও শিশু বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই