তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নান্দাইলে ৩টি মাদ্রাসায় শতভাগ পাশ

নান্দাইলে ৩টি মাদ্রাসায় শতভাগ পাশ
[ভালুকা ডট কম : ০৬ মে]
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০১৯ দাখিল পরীক্ষার ফলাফলে ৩টি মাদ্রাসায় শতভাগ পাশ সহ ১৫টি মাদ্রাসার ফলাফল সন্তোষজনক হয়েছে। অপরদিকে ১৬টি মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফলের অবনতি হয়েছে। তবে জিপিএ ৫ নেই একটিতেও।

জানাযায়, নান্দাইল উপজেলায় ৩৪টি মাদ্রাসার মধ্যে রাজগাতী ইউনিয়নের নুরুল উলুম এফ.এম দাখিল মাদ্রাসার ৪৬জন পরীক্ষার্থী, মুশুল্লী ইউনিয়নের চকমতি ডিএস ফাজিল মাদ্রাসার ৩৬ জন পরীক্ষার্থী ও নান্দাইল ইউনিয়নের চারিআনীপাড়া দাখিল মাদ্রাসার ১জন পরীক্ষার্থীর সকলেই দাখিল পরীক্ষায় কৃতকার্য হয়েছে। অপরদিকে ১জন ও ২জন করে বাদে ৫টি মাদ্রাসার সকল পরীক্ষার্থী পরীক্ষায় কৃতকার্য হয়েছে।

তন্মধ্যে রাজগাতী ইউনিয়নের কালিগঞ্জ বাবুল উলুম দাখিলা মাদ্রাসায় (৪৭জন পরীক্ষার্থীর ৪৬জন), শাহনেওয়াজ ছাফিরিয়া ফাজিল মাদ্রাসার (৩২ জন পরীক্ষার্থীর ৩১জন), গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম দাখিল মাদ্রাসার (৩৭জন পরীক্ষার্থীর ৩৬জন), আলহাজ্জ আব্দুল কদ্দুছ বালিকা দাখিল মাদ্রাসা (২০জন পরীক্ষার্থীর ১৯জন), চন্ডীপাশা ইউনিয়নের মিশ্রিপুর রাহিমিয়া দাখিল মাদ্রাসার (৭৬ জন পরীক্ষার্থীর ৭৪ জন) সফলতা লাভ করে। অপরদিকে সন্তোষজনক অবস্থানে রয়েছে আচারগাঁও ইউনিয়নের আচারগাঁও ফাজিল মাদ্রাসা (৩ জন বাদে ১২৬জন পাশ), মহাবৈ মহিলা দাখিল মাদ্রাসা (৩জন বাদে ২৩জন পাশ), মুশুলী ইউনিয়নের তারেরঘাট আনসারিয়া আলিম মাদ্রাসা (৪জন বাদে ২৫জন পাশ), আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসা (৪জন বাদে ৩৭জন), চপই দাখিল দাখিল মাদ্রাসা (৬জন বাদে ৩৩জন), নান্দাইল ইউনিয়নের রসুলপুর দাখিল মাদ্রাসা (৪ জন বাদে ৯৫ জন পাশ),গাংগাইল ইউনিয়নের নিভিয়া ঘাটা ফাজিল মাদ্রাসা (৭জন বাদে ১০২জন পাশ), গইছকালী গফুরিয়া দাখিল মাদ্রাসা (৮জন বাদে ৫৬জন পাশ), ধুরুয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা (৮জন বাদে ৪৯ জন পাশ) ও পূর্ব দরিল্যা হোসাইনিয়া দাখিল মাদ্রাসা (৯জন বাদে ৩৬ পাশ) ও বীরকাটখালী দাখিল মাদ্রাসা (৮জন বাদে ৫৪জন পাশ)। এছাড়া ১৫টি মাদ্রাসার ফলাফল নিন্মরূপ- তন্মেধ্যে ঘোষপালা ফাজিল মাদ্রাসা (৪৭জন পাশ-৫৬ফেল), দেউল ডাংরা মহিলা দাখিল মাদ্রাসা (৭ পাশ-৯ফেল), কাদিরাবাদ আলিম মাদ্রাসা (২৭পাশ-ফেল ২৫), শেরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা (৫৩পাশ-৫০ফেল), মহেশকুড়া আলিম মাদ্রাসা (৫৬ পাশ-৩৫ফেল), রাজাপুুর বালিকা দাখিল মাদ্রাসা (৬পাশ-৫ফেল), রাজাপুর ফাজিল মাদ্রাসা (১৫পাশ-৮ফেল), উদংমধুপুর দাখিল মাদ্রাসা (১৮পাশ-৭ফেল), জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা (৪২পাশ-২০ফেল), বাকচান্দা ফাজিল মাদ্রাসা (১২১পাশ-৫৩ফেল), উল্লাহপাড়া দাখিল মাদ্রাসা (৪১পাশ-১৮ফেল), দেউল ডাংরা উলুম মাদ্রাসা (২৪ পাশ-৮ফেল), নান্দাইল কাটলীপাড়া দাখিল মাদ্রাসা (৪১পাশ-ফেল১৫),আশরাফ চৌধুরী মাদ্রাসা (৬৬ পাশ-১৯ফেল), করইকান্দি আকন্দ দাখিল মাদ্রাসা (৩জন পাশ-১ফেল)।#              



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই