তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নান্দাইলে অন্ত:জেলা হামদ-নাত,ক্বিরাত,আযান প্রতিযোগীতা

নান্দাইলে অন্ত:জেলা হামদ-নাত, ক্বিরাত,আযান ও রচনা প্রতিযোগীতা বাছাই পর্বের উদ্বোধন  
[ভালুকা ডট কম : ১৩ মে]
ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে ও ইসলামী ফাউন্ডেশনের সহযোগীতায় রোববার নান্দাইল মডেল থানা কম্পাউন্ডে অন্ত:জেলা পুলিশ সুপার হামদ-নাত, ক্বিরাত ও আযান ও রচনা প্রতিযোগীতা-২০১৯ বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রতিযোগীতা অনুষ্ঠানের উদ্ধোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার  (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী। এতে বিশেষ অতিথি হিসাবে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ১৫ই মে নান্দাইল মডেল থানা কর্তৃক প্রতিযোগী বাছাই পর্ব সম্পন্ন ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে হিফজখানা ও কওমী মাদ্রাসার সমপরিমানের শিক্ষার্থীরা সহ সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত রয়েছে।  উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে আগামী ১৯ই মে (১৩ই রমজান) ও ২১শে মে (১৫ রমজান) পুলিশ লাইন্স ময়মনসিংহে চূড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞা বলেন, ধর্মের মমার্থ ও মূল্যবোধে আসক্তিমুক্ত হয়ে সৃষ্টির সেবায় নিয়োজিত থেকে মাদক ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার লক্ষ্যে এই প্রতিযোগীতাটি গুরুত্বপূর্ণ এবং এতে সকলের সহযোগীতা কামনা করি।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ইসলামীক বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই