তারিখ : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা

গৌরীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা
[ভালুকা ডট কম : ৩০ মে]
ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০ টায় পাবলিক হলে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলা তথ্য অফিসের উদ্যোগে ও গৌরীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে রিসোর্স পারসন হিসেবে  যৌতুক ও বাল্য বিয়ে বিষয়ে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, শিশু সুরক্ষা ও সেনিটেশনের উপর বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) এএসএম রিয়াদ হাসান গৌরব এবং শিশু ও নারীর স্বাস্থ্য নিয়ে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (গাইনী) ডাঃ আয়েশা বেগ।

জেলা সহকারি তথ্য অফিসার সত্যেন্দ্র চন্দ্র পালের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা সিনিয়র তথ্য অফিসার আল ফয়সাল, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ।

এ কর্মশালায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মীরা অংশগ্রহন করেন। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

নারী ও শিশু বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই