তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় ৬ গরুচোর গ্রেফতার,৪ গরু উদ্ধার

ভালুকায় ৬ গরুচোর গ্রেফতার,৪ গরু উদ্ধার
[ভালুকা ডট কম : ১০ জুন]
ভালুকা মডেল থানা পুলিশ রোববার রাতে আন্তজেলা গরুচোরদলের সক্রিয় ছয় সদস্যকে গ্রেফতার করেছে । পরে তাদের তথ্যমতে ভালুকা থেকে চুরে যাওয়া চারটি গরু গাজীপুর জেলার পুবাইল থানাধিন মেঘডুবি গ্রাম থেকে উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই ইকবাল ও এসআই মোখলেছসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার রাতে উপজেলার চান্দরাটি গ্রামের মৃত আসমত আলীর ছেলে তাসারফকে (৩২) আটক করে। পরে তার দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে গাজীপুর জেলার বাসন থানাধিন জনৈক শাহ আলমের বাড়ির এলাকা থেকে আন্তজেলা গরুচোরদলের সক্রিয় সদস্য হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বরাই গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে সুফি মিয়া ওরফে সুফি (৩৩), একই জেলার মাধবপুর থানার সুলতানপুর গ্রামের আবু তাহেরের ছেলে মামুন মিয়া (৩৬), টাঙ্গাইল জেলার দেলদোয়ার থানার তাতুলী গ্রামের মৃত শাবান খানের ছেলে শামিম খান (৩৬), শেরপুর সদরের ধোবাঘাট গ্রামের চান্দু মিয়ার ছেলে ইউসুফ ওরফে ইনসান (৩৩) ও নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার বিজয়নগর গ্রামের রশিদ মিয়ার ছেলে সুজন মিয়াকে (২৯) গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে গাজীপুর জেলার পুবাইল থানাধিন মেঘডুবি গ্রামের শামিম মিয়ার তৃতীয় স্ত্রী সাজেদা (৩২) বাবা শাহজাহান মিয়ার বাড়ির গোয়ালঘর হতে ভালুকা থেকে চুরে যাওয়া চারটি গরু উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, আন্তজেলা গরুচোরদলের সক্রিয় ছয় সদস্যকে গ্রেফতারের পর সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ জুন রাতে ভালুকা উপজেলার মাহমুদপুর গ্রামের ছালাম ও তার ভাই কালামের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়। পরে ছালাম বাদি হয়ে ভালুকা মডেল থানায় এ ব্যাপারে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা (নম্বর-১১) করেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই