তারিখ : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

মনপুরায় জোয়ারে ৪ গ্রাম প্লাবিত,দুর্ভোগ চরমে

মনপুরায় টানা বর্ষণ ও বেড়ীবাঁধ ভেঙ্গে জোয়ারে ৪ গ্রাম প্লাবিত,জনসাধারনের দুর্ভোগ চরমে
[ভালুকা ডট কম : ১৪ জুলাই]
সপ্তাহব্যাপী টানা বর্ষনের পানিতে প্লাবিত হয়ে ভোলার মনপুরা উপজেলার বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া মাষ্টারহাট এলাকায় ভাঙ্গা বেড়ীবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে অন্তত ৪ গ্রাম প্লাবিত হয়েছে।

পানিতে বেশিরভাগ পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবন-যাপন করছে। টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অঘোষিত বন্ধ রয়েছে। জন-জীবনে বিপর্যয় দেখা দিয়েছে। অচল হয়ে পড়েছে গোটা মনপুরার মানুষের জীবন-জীবিকা।এদিকে উপজেলা বিচ্ছিন্ন কলাতলীর চর, চর নিজাম, বদনার চর, চর শামসুদ্দিন, কাজীর চর এলাকার নিন্মাঞ্চল ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হেলাল উদ্দিন জানান, টানা বর্ষনে স্কুলের মাঠে পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে স্কুলের ক্লাস রুমে পানি ঢুকে পড়েছে। তাছাড়া অতি বর্ষার কারনে শিক্ষার্থীরা উপস্থিত নেই বললেই চলে।

মনপুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাশেদ মোল্লা জানান, ভাঙ্গা বেড়ীবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে অনন্ত ৪ গ্রাম প্লাবিত হয়েছে। দিনে-রাতে দু’বেলা পানিবন্ধী হয়ে মানুষ মানবেতর জীবন যাপন করছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, টানা বর্ষায় উপজেলার কাউয়ার টেক, ঈশ্বরগঞ্জ, সোনারচর, চরজ্ঞান, চরযতিন, আন্দিরপাড় এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়াও ভাঙ্গা বেড়ীবাঁধ দিয়ে জোয়ারে পানি ঢুকে মাষ্টারহাট, উত্তর সাকুচিয়া, দাসের হাট, চরময়িরম এলাকা প্লাবিত হয়েছে। ওই সমস্ত এলাকার মানুষের জীবন-জীবিকা অচল হয়ে পড়েছে।

এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর উপ-সহকারি প্রকৌশলী আবুল কালাম জানান, ভাঙ্গা বেড়ীবাঁধের কাজ চলছে। তাছাড়া জলবদ্ধতা নিরসনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই