তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কালিয়াকৈরের মৌচাকে শুরু হচ্ছে আঞ্চলিক কাব ক্যাম্পুরী

কালিয়াকৈরের মৌচাকে শুরু হচ্ছে আঞ্চলিক কাব ক্যাম্পুরী
[ভালুকা ডট কম : ০৯ অক্টোবর]
বৃহস্পতিবার থেকে প্রাকৃতিক পরিবেশ ঘেরা শাল-গজারী বন বেষ্টিত মনোরম পরিবেশ ও ঐতিহ্যবাহী দশর্নীয় স্থান জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক, গাজীপুরে বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে ৪র্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরী। এই কাব ক্যাম্পুরীতে ঢাকা মেট্রোপলিটনসহ ঢাকা বিভাগের ১৪টি জেলার প্রায় ৩,৫০০ জন কাব, কাব লিডার ও কর্মকর্তা অংশগ্রহণ করবে। আগামী ১০ অক্টোবর, ২০১৯ তারিখে বিভিন্ন জেলা থেকে কাব স্কাউট, কাব স্কাউট লিডার ও কর্মকর্তাগণ ক্যাম্পুরী ময়দানে উপস্থিত হবে।

ক্যাম্পুরী হচ্ছে কাব স্কাউটদের বৃহত্তম মিলনমেলা। এই মিলনমেলায় অংশগ্রহণ করে কাব স্কাউটরা খেলারছলে শিক্ষা গ্রহণ করে থাকে। বাংলাদেশ স্কাউটস দেশের প্রাথমিক বিদ্যালয়গামী ছয় থেকে এগার বছর বয়সী বালক-বালিকাদের কাব স্কাউটিং এর মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল, সেবার মন্ত্রে দীক্ষা, ন্যায়পরায়নতা, মানবতা এবং মূল্যবোধের উন্মেষ ঘটিয়ে সুনাগরিক গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে । আর এই কাব ক্যাম্পুরীর মূল প্রতিপাদ্য “আমাদের চেষ্টা, সুন্দর হবে দেশটা” যা অত্যন্ত সময়োপযোগী। এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাম্পুরীতে অংশগ্রহণকারী কাব স্কাউটদের জন্য ১০টি কার্যক্রমে নিজেদেরকে উপস্থাপন করার সুযোগ পাবে, যা দুরন্ত নামে অভিহিত করা হয়েছে।

‘দূরন্ত’ গুলো হলো ১. কিচির মিচির (প্রতিদিন সকালে শরীর চর্চা) ২. কাবের বাড়ি (তাঁবু কলা ও তাঁবুর যত্ন) ৩. অদম্য যাত্রা (রোমঞ্চকর ও আকর্ষণীয় অভিযাত্রা) ৪. রাজার দেশে (কাব কার্নিভাল) ৫. খেলব ঐতিহ্যে (দেশী ও বিদেশী দলীয় খেলা) ৬. মেধার বিকাশ (মৌখিক সংবাদ প্রেরণ ও চিত্রকলা) ৭. আমাদের নৈপুন্য (কাগজ/রঙ/পাতা/কাঠ/বাঁশ/পরিত্যক্ত দ্রব্যাদির মাধ্যমে নতুন উদ্ভাবন) ৮. উদ্যম (নমুনা প্যাক মিটিং) ৯. স্মৃতির পাতায় (সাদা ক্যানভাসে আকেলা তার কাবদের নিয়ে কার্টুন, প্রকৃতি, দেশ ও নকশা ফুটিয়ে তুলবে) ১০. ক্যাম্প ফায়ার (তাঁবু জলসা)।

এই প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে একজন কাব স্কাউট নিজের অভ্যন্তরে লুকিয়ে থাকা দক্ষতা ও সামর্থ সম্পর্কে ধারণা অর্জন করতে সক্ষম হবে এবং একই সাথে খেলার ছলে সে জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। এগিয়ে যাবে জীবনের বৃহৎ পরিসরে।আগামী  সোমবার মহা তাঁবুজলসা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এই মিলনমেলা।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই